বুধবার, ১৮ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

এক পলক

যুবলীগ কর্মীর লাশ নিয়ে মিছিল

চুয়াডাঙ্গায় দলীয় কোন্দলে নিহত যুবলীগ কর্মী আজিজুল ইসলামের লাশ নিয়ে শহরে মিছিল করেছে যুবলীগের একাংশের নেতা-কর্মীরা। মঙ্গলবার বেলা ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চত্বর থেকে শ শ নেতা-কর্মী লাশবাহী মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্ব দেন যুবলীগ নেতা আরেফিন আলম রঞ্জু, আব্দুল কাদের, নঈম হাসান জোয়ার্দ্দার প্রমুখ। মিছিল শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান। প্রসঙ্গত, সোমবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহে প্রতিপক্ষের হামলায় মারা যান স্থানীয় যুবলীগ কর্মী আজিজুল ইসলাম।

-চুয়াডাঙ্গা প্রতিনিধি

ভাসুর-দেবর কারাগারে

মাদারীপুর রাজৈর উপজেলার পূর্বসরমঙ্গল গ্রামের গৃহবধূ সালমা বেগমকে হত্যাচেষ্টা মামলায় ভাসুর ও দেবরের জামিন আবেদন নামঞ্জুর করে মঙ্গলবার দুপুরে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সূত্র জানায়, রাজৈর উপজেলার পূর্বসরমঙ্গল গ্রামের গৃহবধূ সালমা বেগমকে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি আবদুল হক বেপারি ও রেজাউল হক বেপারিকে মঙ্গলবার দুপুরে মাদারীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। উল্লেখ্য, পারিবারিক কলহের জেরে গত ২৫ অক্টোবর আপন ভ্রাতৃবধূ সালমা বেগমকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে দুই পা ও এক হাতের অংশ দেহ থেকে বিচ্ছিন্ন করে দেয় তার ভাসুর আবদুল হক ও দেবর রেজাউল হক।

-মাদারীপুর প্রতিনিধি

আদালত বর্জন

বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরিফুল ইসলামের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতির অভিযোগ এনে মঙ্গলবার থেকে তার আদালত বর্জন করেছেন আইনজীবী সমিতির সদস্যরা। মঙ্গলবার জেলা আইনজীবী সমিতির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শওগাতুল আলম হানিফ বলেন, এ বিচারক যোগদানের পর থেকেই বিচার কার্যক্রমে অবৈধ আর্থিক সুবিধা গ্রহণ করে আসছেন যা বিচার প্রার্থীদের ন্যায়বিচার থেকে বঞ্চিত এবং বিচার বিভাগের জন্য অমর্যাদাকর।

-বরগুনা প্রতিনিধি

 

ইলিয়াসের সন্ধানে বিশ্বনাথে দোয়া

বিএনপির ‘নিখোঁজ সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় দোয়া মাহফিল করেছে তার নিজ উপজেলা সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন। মঙ্গলবার বিকালে উপজেলা বিএনপি কার্যালয়ে এ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম কছির, সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, যুগ্ম সম্পাদক আবদুল হাই, বিএনপি নেতা মনির হোসেন প্রমুখ। -বিশ্বনাথ প্রতিনিধি

উদ্ধার হয়নি কিশোরী রিতু

রূপগঞ্জ সীমান্তবর্তী ডেমরায় অপহরণের পাঁচদিন পরও সন্ধান মিলেনি অপহƒত কিশোরী রিতুর (১৩)।  এ ঘটনায় অপহƒতের মা জাহানারা বেগম ১৫ নভেম্বর রাতে মনির হোসেনসহ (৩৫) পাঁচজনকে আসামি করে থানায় মামলা করেছেন। অন্য আসামিরা হলেন- মনিরের বাবা আব্দুল মান্নান মোল্লা (৬০), মা আমেনা (৫২), বোন কল্পনা আক্তার (২৮) ও চাচা মহসিন মোল্লা (৫২)। ডেমরা থানার অপারেশন অফিসার øেহাশেষ জানান, আসামিরা পলাতক। তবে শিগগিরই রিতুকে উদ্ধার করে আসামিদের আইনের আওতায় আনা হবে।-রূপগঞ্জ প্রতিনিধি

অপহৃত যুবক উদ্ধার

নারায়ণগঞ্জে বেড়াতে এসে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু এক যুবককে অপহরণের পাঁচ দিন পর সোমবার রাতে ঢাকার জয়কালী মন্দির এলাকা থেকে উদ্ধার করেছেন র‌্যাব-১০এর সদস্যরা। ১২ নভেম্বর বিকালে নারায়ণগঞ্জ থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে তাকে কৌশলে অপহরণ করে আটকে রাখে। পরে তার পরিবারের কাছে আড়াই লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং বিকাশের মাধ্যমে ২৩ হাজার টাকা আদায় করে। অপহƒত শফিউল আলমকে উদ্ধার সম্ভব হলেও অপহরণকারীদের কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।-নারায়ণগঞ্জ প্রতিনিধি

খুলনা বিভাগে ডাকা ধর্মঘট প্রত্যাহার

পাঁচ দফা দাবিতে খুলনা বিভাগের ১০ জেলায় ডাকা ১৯ নভেম্বরের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক ফেডারেশনের খুলনা বিভাগীয় কমিটি সোমবার এ ধর্মঘটের ডাক দিয়েছিল।

-নিজস্ব প্রতিবেদক, যশোর

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর