বুধবার, ১৮ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

খুলনায় আলিম জুট মিল শ্রমিকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার রাষ্ট্রায়ত্ত আলিম জুট মিলের শ্রমিকরা আটরা শিল্পাঞ্চলের খুলনা-যশোর মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মিলটিকে ব্যক্তিমালিকানায় হস্তান্তর প্রক্রিয়া বন্ধ, কথিত মালিকের ভুয়া কাগজপত্র বাতিল করে মিলের উৎপাদন চালু ও বকেয়া বেতনের দাবিতে তারা এ কর্মসূচি পালন করেন। এর আগে সোমবার আটরা শিল্পাঞ্চলের মিলগেট সংলগ্ন খুলনা-যশোর মহাসড়কের পাশে অস্থায়ী মঞ্চ তৈরি করে শ্রমিকরা অনশন কর্মসূচি পালন করেন। বিকালে অনশনরত শ্রমিকদের পানি পান করিয়ে অনশন ভঙ্গ করান শ্রমিক নেতা কমরেড হাফিজুর রহমান ভূঁইয়া এবং বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত জুট মিলস সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদের আহ্বায়ক মো. সোহরাব হোসেন।

আজ সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত আটরা শিল্পাঞ্চলের খুলনা-যশোর মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করা হবে বলে শ্রমিক নেতারা জানান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর