বুধবার, ১৮ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

সাদা পোশাকে আসামি ধরতে গিয়ে বিপাকে পুলিশ

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জামায়াতকে আর্থিকভাবে সহযোগিতা করেন এমন অভিযোগে আলী শাহ (৫৫) নামে এক ব্যক্তিকে ধরতে গিয়ে বিপাকে পড়ে সাদা পোশাকধারী পুলিশ। এ সময় বাগবিতণ্ডার একপর্যায়ে স্থানীয় জনতা ডাকাত আখ্যায়িত করে কয়েকজন পুলিশ সদস্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে বাড়িঘর ভাঙচুরসহ মালামাল লুট করেছে বলেও অভিযোগ উঠেছে। আলী শাহর স্ত্রী, মেয়ে ও এলাকাবাসী জানান, সোমবার রাত ৯টার দিকে উল্লাপাড়া মডেল থানার এসআইর নেতৃত্বে সাদা পোশাকধারী একদল পুলিশ মোটরসাইকেলে গোপিনাথপুরে আলী শাহর বাড়িতে আসে। পুলিশ আলীর সম্পর্কে জানতে চাইলে স্ত্রী ঘরের জানালা খুলে তার স্বামীর বিরুদ্ধে কোনো মামলা নেই বলে জানান। কথা বলার একপর্যায়ে এসআই আলহাজ পাঁচ লাখ টাকা দাবি করেন নচেৎ তার স্বামীকে গুলি করার হুমকি দেন। টাকা দিতে অস্বীকার এবং দরজা না খোলায় পুলিশ সদস্যরা দরজা ভেঙে ঘরে ঢুকে আলীকে মারধর করেন। পরিবারের সদস্যদরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন জড়ো হয়ে পুলিশদের ডাকাত বলে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। অবস্থা বেগতিক দেখে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে রাত ১টার দিকে বিপুলসংখ্যক পুলিশ সদস্য ওই বাড়িতে অভিযান চালায়। ঘটনার পরপরই শাহ আলী চিকিৎসার জন্য বাড়ি থেকে বের হন। গতকাল সন্ধ্যা পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি বলে জানান আলীর মেয়ে। এসআই আলহাজ জানান, আসামি ধরতে গেলে প্রথমে তারা বাধা দেন। পরে দরজা খুললে আমরা ভিতরে প্রবেশ করি। দরজা ভাঙা বা কোনো মারামারি হয়নি। আসামি অসুস্থ হওয়ায় তাকে রেখে চলে আসি। উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কৌশিক আহমেদ জানান, উপপরিদর্শক আলহাজের নেতৃত্বে ছয় পুলিশ সদস্য ওই বাড়িতে যায়। এ সময় আলী শাহ অসুস্থ হয়ে পড়ে দাপাদাপি শুরু করলে গ্রামবাসী জড়ো হন। পরে পুলিশ ফিরে আসে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর