বুধবার, ১৮ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

‘জুনের মধ্যেই ঢাকা ময়মনসিংহ চারলেন কাজ শেষ হবে’

ময়মনসিংহ প্রতিনিধি

আগামী জুনের মধ্যেই ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের চারলেন প্রকল্পের কাজ শেষ হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মো. একাব্বর হোসেন। তিনি বলেন, ৮৭ কিলোমিটার দীর্ঘ এ মহাসড়কের ৭৬ কিলোমিটার নির্মাণ কাজ শেষ হয়েছে। বাকি ১০ কিলোমিটার আগামী ৩০ জুনের মধ্যে শেষ হবে। মঙ্গলবার বিকালে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের দীঘারকান্দা বাইপাস মোড় এলাকায় স্থানীয় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মিসেস লুৎফুন্নেছা এমপি, রেজোয়ান আহমেদ তৌফিক, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাজমুল হক প্রধান, মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জাহিদ হাসান, ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের চারলেন প্রকল্পের প্রকল্প পরিচালক হাফিজুর রহমান, অতিরিক্ত প্রকল্প পরিচালক শামসুল হক, ময়মনসিংহ সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শাহাবুদ্দিন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মো. একাব্বর হোসেন বলেন, এ প্রকল্পের তৃতীয় চুক্তিতে ধীরগতিতে নির্মাণকাজ চলায় সরকারের কোনো গাফিলতি নেই। এটা মূলত ঠিকাদারের অদক্ষতা। এ কারণে সংশ্লিষ্ট ঠিকাদারের কার্যাদেশ বাতিল করে নতুন ঠিকাদারের নিয়োগ প্রক্রিয়া চলছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর