বুধবার, ১৮ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

বাংলাদেশ ছাড়ার প্রস্তুতি চলছে ১৯৭ ছিটবাসীর

কাল যাচ্ছেন ৬৪ জন

লালমনিরহাট প্রতিনিধি

স্থায়ীভাবে ভারতে বসবাসে ইচ্ছুক বাংলাদেশের অভ্যন্তরে থাকা ভারতীয় ছিটের অধিবাসীরা প্রতীক্ষার প্রহর গুনছিলেন। চলতি মাসেই শেষ হচ্ছে সেই প্রতীক্ষার প্রহর। ১ নভেম্বর থেকে প্রতীক্ষিতদের দেশে ফেরার ক্ষেত্রে কোনো বাধা না থাকলেও ভারত সরকারের প্রস্তুতির অভাবে ১৮ নভেম্বর পর্যন্ত পিছিয়েছে ভারত গমনেচ্ছু এসব ছিটবাসীর যাত্রা। কাল সকালে বাংলাদেশ ছাড়ছেন লালমনিরহাটের হাতিবান্ধার বিলুপ্ত ছিট উত্তর গোতামারির ৬৪ সদস্য। হাতিবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান ৬৪ জনের সব প্রস্তুতি শেষ। এখন বিদায়ের পালা। পাটগ্রাম উপজেলায় বিলুপ্ত ৫৯টি ছিটমহলের পাঁচটি থেকে ১৩৩ জন ও হাতীবান্ধার সাবেক দুটি ছিটের ৬৪ জনসহ ১৯৭ জন ভারতে যাওয়ার ট্রাভেল পাস পেয়েছেন। নভেম্বরের মধ্যেই এসব ট্রাভেলপাসধারীকে ভারত যেতে হবে। এরই মধ্যে ভারতীয় নাগরিকত্ব গ্রহণকারী ট্রাভেল পাসধারী পরিবারগুলো তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি করে দিয়েছেন। পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর কুতুবুল আলম জানান, এ উপজেলার ৫৫টি বিলুপ্ত ছিটের পাঁচটি থেকে ১৩৩ নারী-পুরুষ ভারতীয় নাগরিকত্ব গ্রহণে ইচ্ছা পোষণ করে ছবি ও যাবতীয় তথ্যসহ আবেদন করেন। ২৩ নভেম্বর এসব ছিটের অর্ধেক সদস্য ভারতে যাবেন। বাকিরা যাবেন ২৭ নভেম্বর। লালমনিরহাট জেলা প্রশাসন ট্রাভেল পাসধারীদের কোচবিহার জেলা প্রশাসনের কর্মকর্তাদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর