শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

কুমিল্লার ছয় পৌরসভায় নির্বাচনী উত্তাপ

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

কুমিল্লার ছয় পৌরসভায় নির্বাচনী উত্তাপ

মিল্লার ছয়টি পৌরসভায় এখন নির্বাচনী উত্তাপ। নির্বাচনের উপযোগী পৌরসভাগুলো হচ্ছে- চান্দিনা, লাকসাম, দাউদকান্দি, বরুড়া, চৌদ্দগ্রাম ও হোমনা। প্রতিটি পৌরসভায় সম্ভাব্য মেয়র পদে ক্ষমতাসীন দলের একাধিক প্রার্থী রয়েছেন। কয়েকটিতে বিএনপির একাধিক প্রার্থীর নাম শোনা যাচ্ছে। এদিকে চৌদ্দগ্রাম পৌরসভা ছাড়া বাকি পাঁচটি পৌরসভায় জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী আলোচনায় নেই।

লাকসাম : আওয়ামী লীগের পক্ষে সম্ভাব্য মেয়র প্রার্থী- লাকসাম দৌলতগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তাবারক উল্যাহ কায়েস, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন ফারুক, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম হিরা, উপজেলা যুবলীগের আহ্বায়ক প্রফেসর আবুল খায়ের, উপজেলা চেয়ারম্যান ইউনুস ভূইয়ার স্ত্রী তানজিনা আক্তার। বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী- পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সুভাষ বণিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম খোকন। এ ছাড়া বর্তমান মেয়র মফিজুর রহমানও নির্বাচন করবেন বলে শোনা যাচ্ছে। চান্দিনা : আওয়ামী লীগ থেকে সম্ভাব্য প্রার্থীরা হলেন- পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, সহসভাপতি আবদুল জলিল, আরেক সহসভাপতি জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামী লীগ নেতা আবু তাহের ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী গোলাম দস্তগীর পাপন, ব্যবসায়ী রফিকুল ইসলাম। অন্যদিকে সদ্য আওয়ামী লীগে যোগদান করা সাবেক পৌর মেয়র আবদুল মান্নান সরকার স্বতন্ত্র হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে। বিএনপি থেকে প্রার্থীরা হলেন- বর্তমান মেয়র ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক  শাহ্ মোহাম্মদ আলমগীর খান, পৌর বিএনপির কোষাধ্যক্ষ আবদুল কাদের সরকার। হোমনা : মেয়র প্রার্থী হিসেবে আলোচিত হচ্ছে বর্তমান মেয়র হারুন মিয়া, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-আইনবিষয়ক সম্পাদক অ্যাড. নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বাবুলের নাম। বিএনপি থেকে সম্ভাব্য প্রার্থীরা হলেন- উপজেলা বিএনপির সহসভাপতি আলমগীর সরকার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সানাউল্লাহ সরকার, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রাজা। জাতীয় পার্টির উপজেলা সভাপতি ইসমাইল হোসেন সিরাজী ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলামও মাঠে সক্রিয়। চৌদ্দগ্রাম : আওয়ামী লীগ থেকে সম্ভাব্য প্রার্থী- বর্তমান মেয়র মিজানুর রহমান ও পৌর কাউন্সিলর ইনাম হোসেন পাটোয়ারী। বিএনপির প্রার্থী- পৌর বিএনপির সভাপতি ড. জিএম নয়ন বাঙ্গালী। জামায়াতের প্রার্থী হিসেবে উপজেলা জামায়াতের আমির ভিপি শাহাব উদ্দিনের নাম শোনা যাচ্ছে। দাউদকান্দি : বর্তমান মেয়র আবদুস সাত্তার সম্প্রতি আওয়ামী লীগে যোগ দিয়েছেন। তিনি আওয়ামী লীগ থেকে এবার মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী। এ ছাড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া ও পৌর যুবলীগের সভাপতি শাহজাহান খন্দকার সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বরুড়া : বিএনপি থেকে বর্তমান মেয়র ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন পাটোয়ারীর নাম শোনা যাচ্ছে। এ উপজেলায় আওয়ামী লীগ তিন ভাগে বিভক্ত। সাবেক সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরীর সমর্থন নিয়ে প্রচারণা চালাচ্ছেন সাবেক পৌর মেয়র উপজেলা আওয়ামী লীগ নেতা বাহাদুরুজ্জামান। এ ছাড়া বরুড়া সরকারি কলেজের সাবেক ভিপি উপজেলা আওয়ামী লীগ নেতা আবদুল মান্নান মনোনয়ন প্রত্যাশী। পৌর জাতীয় পার্টির সভাপতি মাস্টার আবদুল বারী, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাড. রকি আহম্মদ স্বপন, পৌর যুব সংহতির নেতা সোহেল মাহমুদ প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

সর্বশেষ খবর