শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

বাবার অপেক্ষায় সন্তানরা

কুমিল্লা প্রতিনিধি

বাবার অপেক্ষায় সন্তানরা

আজ ২৭ নভেম্বর লাকসাম উপজেলা বিএনপির দুই নেতা সাবেক এমপি সাইফুল ইসলাম হিরু ও পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির পারভেজ নিখোঁজের দুই বছর। দুই বছর ধরে বাবা ফিরে আসার অপেক্ষায় রয়েছেন সন্তানরা। মামলা ও পারিবারিক সূত্রে জানা যায়, ২০১৩ সালের এই দিন লাকসাম থেকে ঢাকা যাওয়ার পথে সাইফুল ইসলাম হিরু ও হুমায়ুন কবির পারভেজকে র‌্যাব-১১ এর একটি দল আটক করে। এ নিয়ে র‌্যাবের বিরুদ্ধে কুমিল্লার আদালতে মামলা হয়েছে। ওই মামলায় আদালত সিআইডি পুলিশকে তদন্ত করে গত ৩ ফেব্রুয়ারি প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। ১০ মাসেও এ প্রতিবেদন জমা দেওয়া হয়নি। বাদী পক্ষের আইনজীবী অ্যাড. মুহাম্মদ বদিউল আলম সুজন বলেন, ১৪ ডিসেম্বর মামলার পরবর্তী তারিখ। ওই তারিখে সিআইডি তদন্ত রিপোর্ট জমা দিলে ঘটনার রহস্য বেরিয়ে আসবে। সাইফুল ইসলাম হিরুর স্ত্রী ফরিদা ইসলাম বলেন, মামলায় উল্লিখিত আসামিদের আটক করে জিজ্ঞাসাবাদ করলেই ওই নিখোঁজ ঘটনার মূল রহস্য বের হবে। তিনি আরও বলেন, সন্তানরা এখনো অপেক্ষায় আছেন তাদের বাবা ফিরে আসবে। হুমায়ুন পারভেজের স্ত্রী শাহানারা আক্তার জানান, ‘বাবা ফিরে আসবে বলে দুই বছর ধরে সন্তানদের সান্ত্বনা দিয়ে আসছি। আমার স্বামীকে সন্তানদের কাছে ফিরিয়ে দিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর