শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

শিশু গৃহকর্মীকে গরম খুন্তির ছ্যাঁকা

রোমান চৌধুরী সুমন, নারায়ণগঞ্জ

ছয় বছরের শিশু গৃহকর্মী সুমাইয়াকে গরম খুন্তির ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠেছে গৃহকর্ত্রীর বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে তাকে উদ্ধার করেছে পুলিশ। আটক করা হয়েছে অভিযুক্ত গৃহকর্ত্রী হালিমা বেগমকে (৩০)। আটক হালিমা পাগলা শাহীবাজার এলাকায় সৌদি আরব প্রবাসী আবদুল কুদ্দুসের স্ত্রী। তিনি ওই এলাকার স্থানীয়। নির্যাতনের শিকার সুমাইয়া শরীয়তপুর জেলার ডামুঢ্যা এলাকার মোকসেদ মিয়ার কন্যা। এদিকে নির্যাতনকারীর বিচার দাবিতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেছেন। নির্যাতনের শিকার শিশু সুমাইয়া সাংবদিকদের জানায়, ‘সাত দিন আগে পূর্ব পরিচয়ে হালিমা বেগম শরীয়তপুর বাড়িতে গিয়ে তাকে নিয়ে আসা হয়। আমাকে দিয়ে অতিরিক্ত কাজ করানো হতো। গত ৩ দিন তাকে খাবার দেওয়া হয়নি। উল্টো গরম খুন্তি দিয়ে তার গালে, হাতে ও শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেওয়া হয়। ফতুল্লা মডেল থানার এসআই ইকবাল হোসেন জানান, এলাকাবাসীর অভিযোগ পেয়ে সুমাইয়াকে উদ্ধার করা হয়েছে। ফতুল্লা মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান, এ ব্যাপারে ন্যায় বিচার নিশ্চিত করতে সব ধরনের আইনি ব্যবস্থা পুলিশ করবে। শিশু সুমাইয়ার বাবা মোকসেদ মিয়া গ্রামের বাড়িতে গাছ কেটে লাকড়ি বানিয়ে বাজারে বিক্রি করেন। আর মা রিনা বেগম গৃহিণী।

সর্বশেষ খবর