বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

বাস থামিয়ে ৮ ইউপি সদস্যকে মারধর, নারী সদস্য লাঞ্ছিত

চেয়ারম্যানের বিরুদ্ধে সাক্ষ্য দিতে যাওয়ায়

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়ন পরিষদের সদস্যদের বহনকারী বাস থামিয়ে আট ইউপি সদস্যকে বেদম মারধরের অভিযোগ পাওয়া গেছে একই ইউপির চেয়ারম্যান ও তার সহযোগীদের বিরুদ্ধে। চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রদানকারী ওই ইউপি সদস্যরা তদন্ত কর্মকর্তার কাছে সাক্ষ্য দিতে যাওয়ার পথে গতকাল সকালে নিয়ামতির মহেষপুর বাজারে এই হামলার শিকার হন। এ সময় সংরক্ষিত ইউপি সদস্য আমেনা বেগমসহ বাসের অন্য যাত্রীদেরও লাঞ্ছিত করে হামলাকারীরা। হামলায় আহত নিয়ামতি ইউপির ৫ নম্বর ওয়ার্ড সদস্য নুরুল ইসলাম জানান, দুর্নীতি ও নানা অনিয়মের অভিযোগে কিছুদিন আগে সব ইউপি সদস্য চেয়ারম্যান কামাল হোসেনের বিরুদ্ধে অনাস্থা দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দেওয়া লিখিত অভিযোগ গতকাল তদন্ত করতে যান সহকারী কমিশনার (ভূমি) হুমায়ন কবীর। তদন্ত কর্মকর্তার কাছে সাক্ষ্য প্রদানের জন্য তারা বাসে ইউনিয়ন পরিষদের দিকে রওয়ানা হন। মহেষপুর বাজারের কাছে আগে থেকে অবস্থান নেওয়া চেয়ারম্যান কামাল হোসেন, তার ভাই হারুন, জামালসহ ২৫/৩০ জন বাসের গতিরোধ করেন। তারা বাস থেকে নামিয়ে আট ইউপি সদস্যকে বেদম মারধর ও ইউপি সদস্যা আমেনাসহ বাসের অন্য যাত্রীদের লাঞ্ছিত করেন। সহকারী কমিশনার জানান, নিয়ামতি ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সদস্যদের দেওয়া অভিযোগ তদন্তের জন্য গতকাল সকালে তিনি ইউনিয়ন পরিষদ ভবনে যান। তবে কেউ সাক্ষ্য দিতে আসেননি। পরে তিনি ইউপি সদস্যদের ওপর হামলার খবর শুনেন। অভিযুক্ত ইউপি চেয়ারম্যান জানান, তিনি সাক্ষ্য প্রদান অনুষ্ঠানে সকালে হাজিরা দেন। এরপর খবর পান তার বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় জনতা ক্ষুব্ধ হয়ে ইউপি সদস্যদের মারধর করেছেন। তিনি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। বাকেরগঞ্জ থানার ওসি জানান, নিয়ামতি ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ গতকাল তদন্ত করতে যান সহকারী কমিশনার (ভূমি)। এ সময় ইউপি সদস্যদের ওপর হামলার খবর তিনি মুঠোফোনে শুনেছেন। তবে এ ব্যাপারে পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে।

সর্বশেষ খবর