বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনায় রাবি শিক্ষক নিহত

নাটোর ও রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

 

নাটোরে গতকাল সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ড. আবু ইউনুস খান মোহাম্মদ জাহাঙ্গীর (৫২) নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন তার ছেলে ওয়াকিল খান (২৩)। ওয়াকিলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়েছে। রাবির আরবী বিভাগের সভাপতি প্রফেসর মুহাম্মদ আব্দুস সালাম মিঞা জানান, মোটরসাইকেলে ড. জাহাঙ্গীর ও তার ছেলে ওয়াকিল বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলার বাসা থেকে গ্রামের বাড়ি সিরাজগঞ্জ যাচ্ছিলেন। সকাল ৮টার দিকে নাটোর রেলক্রসিং এলাকায় দ্রুতগতির কাভার্ড ভ্যান পেছন থেকে তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ড. জাহাঙ্গীর মারা যান। গুরুতর আহত হন ছেলে। তবে নাটোর ফায়ার সার্ভিস সূত্র জানায়, নাটোর শহরের চকবদ্যনাথ চামড়াপট্টি এলাকায় রেলগেটের কাছে বিপরীত দিক থেকে একটি কাভার্ড ভ্যানকে সাইড দিয়ে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে এ হতাহতের ঘটনা ঘটে। রামেক হাসপাতালের ওয়ার্ড মাস্টার মোশাররফ হোসেন জানান, শিক্ষকের লাশ ময়নাতদন্ত করবে না মর্মে লিখিত দেওয়ায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

 

সর্বশেষ খবর