শিরোনাম
বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

সন্ত্রাসী চাঁদাবাজদের হাতে জিম্মি হাওরের কৃষক-জেলে

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের বড় হাওরের কৃষক ও জেলেরা জিম্মি হয়ে পড়েছেন সন্ত্রাসী, চাঁদাবাজদের হাতে। দাবিকৃত চাঁদা না দিলে জমি চাষাবাদ ও সেচ দিতে দিচ্ছে না কৃষকদের। এমনকি জোর করে  নিয়ে যাচ্ছে সেচযন্ত্র। খামারিদের হাঁস পালনেও বাধা দিচ্ছে তারা। থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নিচ্ছে না বলে অভিযোগ ভুক্তভোগীদের। তবে পুলিশ বলছে এ ধরনের কোনো তথ্য তাদের কাছে নেই। করিমগঞ্জ, নিকলী, কটিয়াদী ও সদর উপজেলার সীমান্তবর্তী বিশাল আয়তন নিয়ে বড় হাওরের অবস্থান। এ হাওরে বোরো চাষাবাদের জন্য বীজতলা তৈরিসহ নানা কাজে ব্যস্ত এখন কৃষক। কিছু চাঁদাবাজ-সন্ত্রাসীর কারণে তারা স্বাভাবিকভাবে জমিতে কাজ করতে পারছেন না। চাঁদা না দিলে জোর করে নিয়ে যাওয়া হচ্ছে কৃষকের সেচযন্ত্র। কখনো কখনো তাদের মারধরও করা হয়। প্রায়ই সন্ত্রাসীরা হানা দেয় হাঁসের খামারে। তাদের অত্যাচারে অনেক খামারি হাওর থেকে খামার সরিয়ে উজানে নিয়ে এসেছেন। উজানে খাবারের অভাবে মারা যাচ্ছে অনেক হাঁস। করিমগঞ্জের নানশ্রী গ্রামের শওকত কবীর খোকনসহ কয়েকজন কৃষক জানান, বড় হাওরে একের পর এক সন্ত্রাসী ঘটনা ঘটছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করতে গেলে পুলিশ মামলা নিচ্ছে না।

সর্বশেষ খবর