শিরোনাম
বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

অস্ত্রোপচারের ছয় দিনে জ্ঞান ফেরেনি : অতঃপর মৃত্যু

শ্রীপুর প্রতিনিধি

সিজারিয়ান অপারেশনের ছয়দিন পর জ্ঞান না ফেরায় এক প্রসূতির মৃত্যু হয়েছে। প্রসূতির নাম কামরুন্নাহার। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার গোদারচালার আলমগীরের স্ত্রী। শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তা নিউ পদ্মা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে গত শুক্রবার তার অপারেশন হয়েছিল। এ ঘটনার খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের অস্ত্র দেখিয়ে হাসপাতালে প্রবেশ না করার হুমকি দেওয়া হয়। হাসপাতালের পরিচালক পরিচয়দানকারী জানে আলম নামে এক ব্যক্তি সাংবাদিকদের হুমকিও দেন। হাসপাতালের অজ্ঞান করার ডাক্তার ইমরুল কায়সার বলেন, ‘কেন প্রসূতির জ্ঞান ফিরেনি তার ব্যাখ্যা আমার কাছে নেই। তবে রোগীর আগে থেকে খিঁচুনি ছিল। শ্রীপুর থানার ওসি জানান, জানে আলমকে ডায়াগনস্টিক সেন্টার থেকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদে পিস্তলের লাইসেন্স পাওয়া গেছে। গৃহবধূর স্বামী আলমগীর জানান, সিজারিয়ান অপারেশনের জন্য শুক্রবার নিউ পদ্মা হাসপাতাল অ্যান্ড ডায়গনস্টিক সেন্টারে প্রসূতিকে ভর্তি করা হয়। ওই দিন দুপুরে অপারেশন করার পর আর তার জ্ঞান ফিরেনি। অজ্ঞান অবস্থায় স্বজনরা রবিবার প্রসূতিকে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়। মঙ্গলবার তাকে ভর্তি করা হয় উত্তরা সেন্ট্রাল হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল কামরুন্নাহারের মৃত্যু হয়।

সর্বশেষ খবর