বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

শেরপুরে ১৯ বছর পর ধানের শীষ!

শেরপুর প্রতিনিধি

১৯ বছর আগে শেরপুরের মানুষ সংসদ নির্বাচনে শেষ ধানের শীষ প্রতীক দেখেছিল। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে সাবেক সচিব মরহুম নজরুল ইসলাম বিএনপির পক্ষে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন। তার পর জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হওয়ার কারণে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত জামায়াতের কেন্দ ীয় নেতা মো. কামারুজ্জামান পরপর দুবার জোটের প্রার্থী হয়ে দাড়িপাল্লা মার্কায় নির্বাচন করেন। আর ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে অংশ নেয়নি বিএনপি। বিপুল সংখ্যক সমর্থন থাকা সত্ত্বেও নানা কারণে ধানের শীষ মার্কাটি ভুলতে বসেছিলেন এ এলাকার মানুষ। এবার পৌরসভা নির্বাচন দলীয় প্রতীকে হওয়া সাবেক পৌরপতি জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক আশীষ ১৯ বছর পর ধানের শীষ নিয়ে লড়বেন। পৌর বিএনপির আহ্বায়ক অ্যাড. আব্দুল মান্নান বলেন, ১৯ বছর পর শেরপুরে প্রথম ধানের শীষ মার্কা প্রত্যক্ষ করবে এ এলাকার মানুষ। এতদিন পর ধানের শীষ পাওয়ায় বিএনপি নেতা-কর্মী সমর্থকরা শত বাঁধার মধ্যেও তাদের প্রাণের মার্কায় ভোট দিতে যাবেন।’ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক হযরত আলী জানান, ১৯ বছর পর ধানের শীষ প্রতীক পাওয়ায় নেতা-কর্মীরা নতুন করে জেগে উঠেছেন। জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদুল হক রুবেল বলেন, ‘একে তো গত সংসদ নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। তার ওপর ১৯ বছর পর শেরপুর সদরে ধানের শীষ প্রতীক এসেছে। জাতীয়তাবাদীমনা ভোটাররা ভোট দিতে অপেক্ষার প্রহর গুনছেন।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর