বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

মুন্সীগঞ্জে ৩ স্বর্ণের দোকানে ডাকাতি, ককটেল নিক্ষেপ পুলিশসহ আহত ৪

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের লৌহজংয়ের মালির অংক বাজারে মঙ্গলবার দিবাগত রাতে তিনটি স্বর্ণের দোকানে ডাকাতি হয়েছে। ডাকাতরা ৩২ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ২ লাখ ৫১ হাজার টাকা নিয়ে গেছে। ডাকাতের ছোড়া ককটেলে দুই পুলিশ সদস্য এবং হামলায় দোকান মালিক ও এক কর্মচারী আহত হয়েছেন। এ সময় পুলিশ ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে মালিকের অংক বাজারের কার্তিক দাসের ভাই ভাই, অজয় বর্মণের বৃষ্টি ও গোবিন্দ দাসের স্বর্ণের দোকান থেকে ডাকাতরা নগদ ৩২ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ২ লাখ ৫১ হাজার টাকা নিয়ে যায়। এ সময় ডাকাতের হামলায় কার্তিক দাসের কর্মচারী মরুদাস ও গোবিন্দ দাস গুরুতর আহত হন। গোবিন্দকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। পরে পালিয়ে যাওয়ার সময় ডাকাতদের বাধা দিলে তারা পুলিশকে লক্ষ্য করে ৫টি ককটেল নিক্ষেপ করে। এতে লৌহজং থানার এএসআই প্রকাশ চন্দ  সরকার ও কনস্টেবল নিখিল চন্দ  গুরুতর আহত হন। পরে পুলিশ বিভিন্ন এলাকা থেকে ডাকাত দলের সদস্য আহাদুল হক, মাহফুজ আহমেদ ও জাহাঙ্গীরকে আটক করে।

সর্বশেষ খবর