বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

শিমুলিয়া-কাওড়াকান্দি ৫ ঘণ্টা ফেরি বন্ধ, দুর্ভোগ

মুন্সীগঞ্জ ও মাদারীপুর প্রতিনিধি

ঘনকুয়াশার কারণে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ-রুটে প্রায় পাঁচ ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকে। কুয়াশা কমলে পরদিন সকাল ৮টার দিকে ফেরি চলাচল শুরু হয়। বিআইডব্লিউটিসি ব্যবস্থাপক গিয়াসউদ্দিন পাটোয়ারী জানান, বুধবার রাত ৩টার দিকে ঘনকুয়াশার কারণে নৌ-চ্যানেলের মার্কিং বয়া দেখা না যাওয়ায় কর্তৃপক্ষ ফেরি পারাপার বন্ধ রাখার নির্দেশ দেয়। এ সময় নদীর উভয় পার থেকে ছেড়ে যাওয়া ৯টি ফেরি পদ্মার কাওড়াকান্দির হাজরা পয়েন্টে নোঙর করে রাখা হয়। এদিকে, ফেরি চলাচল বন্ধ থাকায় নদীর উভয় পারে কয়েক শত পণ্যবাহী ট্রাক, দূরপাল্লার বাসসহ, ছোট-বড় যানবাহন আটকা পড়ে। এ সময় যানবাহনের যাত্রীরা চরম দুর্ভোগে পড়ে। পরে সকাল ৮টার দিকে কুয়াশা কমলে ফেরি চলাচল শুরু হয়।

সর্বশেষ খবর