বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

এক পলক

খানজাহান (র.) মাজারে ওরস সমাপ্ত

বাগেরহাটে হযরত খানজাহান আলী (র.) মাজার শরীফে তার ৫৭৪তম ওফাত দিবস উপলক্ষে দুই দিনব্যাপী বার্ষিক ওরস গতকাল ফজরের নামাজের পর মুনাজাত ও তবারক বিতরণের মধ্য দিয়ে শেষ হয়েছে। এবার ওরস উপলক্ষে দেশ-বিদেশের হাজার হাজার ভক্ত, আশেকান, পর্যটক মাজার শরীফে আসেন। ওরসে যে কোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে জেলা ও পুলিশ প্রশাসন নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।

—বাগেরহাট প্রতিনিধি

দুই শিশু হত্যার বিচার দাবি

গোপালগঞ্জের ভোজেরগাতি গ্রামে দুই শিশু সন্তান হত্যাকারী মা কুলসুম বেগম ও তার পরকীয়া প্রেমিক রানার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে নিহতদের বাবা ইফসুফ সরদারের নেতৃত্বে স্থানীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর রাতে গোপালগঞ্জ সদর উপজেলার ভোজেরগাতী গ্রামে রায়হান সরদার (১০) ও রইজ সরদার (৪) নামে দুই শিশু সহোদরকে প্রেমিক রানার কথামতো শ্বাসরোধ করে হত্যা করে তাদের মা কুলসুম বেগম। —গোপালগঞ্জ প্রতিনিধি

উত্তরদা উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি

কুমিল্লার লাকসাম উপজেলার উত্তরদা উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি হয়েছে। এ উপলক্ষে ১৭ ডিসেম্বর স্কুলমাঠে দিনব্যাপী উৎসবের আয়োজন করা হয়েছে। স্কুলটির প্রাক্তন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করার আহ্বান জানিয়েছেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি আবু ইউসুফ বাচ্চু ও প্রধান শিক্ষক ইদ্রিস মিয়া। —কুমিল্লা প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর