বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

প্রকাশিত সংবাদে তোলপাড়

নাটোর প্রতিনিধি

বাংলাদেশ প্রতিদিনের শেষ পাতায় গতকাল প্রকাশিত ‘পুলিশ নিয়োগ নিয়ে তোলপাড়’ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হওয়ার পর পুলিশ সদর দফতর থেকে শুরু করে নাটোরের পুলিশ প্রশাসনে তোলপাড় শুরু হয়। সকালে নাটোরে সংবাদপত্রটি আসার সঙ্গে সঙ্গে নিমেষেই সব কপি বিক্রি হয়ে যায়। অনেককে সংবাদটি ফটোকপি করে বিতরণ করতে দেখা যায়। অপরদিকে কনস্টেবল পদে বাছাইকৃত অনেক পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকরা, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করায় বাংলাদেশ প্রতিদিনকে ধন্যবাদ জানায়। একইসঙ্গে তারা প্রাথমিক বাছাই পরীক্ষা বাতিল করে মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশ কনস্টেবল নিয়োগের দাবি জানান। পুলিশের নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য বাংলাদেশ প্রতিদিনকে জানান, পুলিশ নিয়োগের সংবাদ প্রকাশের কারণে ৬ কোটি টাকার নিয়োগবাণিজ্য ভেস্তে যেতে বসেছে। সংবাদ প্রকাশের জের ধরে বাংলাদেশ প্রতিদিনের নাটোর প্রতিনিধি নাসিম উদ্দীন নাসিমকে হয়রানি করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর