বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

অগ্রণী ব্যাংক কর্মকর্তাদের চাঁদা চেয়ে হুমকি

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে অগ্রণী ব্যাংকের কয়েকটি শাখার ম্যানেজারের কাছে মুঠোফোনে চাঁদা দাবি করে হুমকি দেওয়া হয়েছে। চাঁদা না পেলে তাদের স্ত্রী-সন্তানকে অপহরণ ও হত্যা করা হবে বলেও হুমকি দেয় অজ্ঞাত ওই সন্ত্রাসীরা। এ ঘটনায় আতঙ্কিত ম্যানেজাররা সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি করেছেন। গাজীপুরে অগ্রণী ব্যাংকের ১৮টি শাখা রয়েছে। এর মধ্যে সিটি করপোরেশন, শ্রীপুর, কাপাসিয়া ও কালীগঞ্জসহ ব্যাংকের বেশকিছু শাখার ম্যানেজারকে তিন থেকে পাঁচ লাখ টাকা চাঁদা চেয়ে মঙ্গলবার হুমকি দেয় সন্ত্রাসীরা। মুঠোফোন অপারেটর বাংলালিংকের দুটি নম্বর থেকে এ হুমকি দেওয়া হয়। শ্রীপুরের কাওরাইদ শাখার কর্মকর্তা নজরুল ইসলাম জানান, কয়েজন শীর্ষ সন্ত্রাসীর নাম করে শাখা ম্যানেজার জমির উদ্দিনের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এ ঘটনায় তিনি মঙ্গলবার বিকালে শ্রীপুর থানায় অভিযোগ করেছেন। একই অভিযোগ করেন বোর্ডবাজার শাখার ম্যানেজার আল মামুন। গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ জানান, ব্যাংক ম্যানেজারদের হুমকির বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর