বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

ডাকাতের হামলায় দুই ব্যবসায়ীর মৃত্যু

সাভার প্রতিনিধি

সাভারে ভাকুর্তা এলাকায় ডাকাতদের হামলায় মহসিন (৩৫) ও মাসুদ (২৮) নামে দুই সবজি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হন আলম ও মহিউদ্দিন নামে আরও দুই ব্যবসায়ী। তাদের গুরুতর অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমিনবাজার-ভাকুর্তা সড়কের মোগড়াকান্দা পুলিশ চেকপোস্টের সামনে গতকাল ভোরে এ ঘটনা ঘটে। নিহতরা চাচা-ভাতিজা বলে জানা গেছে। তাদের বাড়ি কেরানীগঞ্জ থানার বটতলী এলাকায়।

দুই ব্যবসায়ী নিহতের ঘটনায় ভাকুর্তা-আমিনবাজার সড়ক ও ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে হত্যায় জড়িতদের গ্রেফতার ও পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এ সময় সাভার মডেল থানার ওসি খুনিদের গ্রেফতারে আশ্বাস দিলে অবরোধ তুলে নেন তারা। এলাকাবাসী জানান, কেরানীগঞ্জের বটতলী এলাকার সবজি ব্যবসায়ী মহসিন ও মাসুদ ভোরে পিকঅ্যাপ ভ্যানে সবজি নিয়ে মিরপুর-১ নম্বরের উদ্দেশে রওনা হন। তুরাগ এলাকার লোহার ব্রিজের কাছে পুলিশ চেক পোস্টের সামনে পৌঁছলে ডাকাতরা রাস্তায় ব্যারিকেড দিয়ে দুই ব্যবসায়ীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে। স্থানীয় এক নিরাপত্তা কর্মী অভিযোগ করেন, চেকপোস্টে কর্মরত পুলিশ সদস্যরা নিরাপত্তা দেওয়ার জন্য গাড়িপ্রতি ২০ টাকা চাঁদা আদায় করলেও ডাকাতির সময় তাদের পাওয়া যায়নি। পুলিশের সহযোগিতায় ঘটনাটি ঘটে বলে অভিযোগ করেন এলাকাবাসী।

সর্বশেষ খবর