রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

প্রার্থীদের প্রচারণায় মুখর বস্ত্রনগরী মাধবদী

সঞ্জিত সাহা, নরসিংদী

প্রার্থীদের প্রচারণায় মুখর বস্ত্রনগরী মাধবদী

ক্রেতা-বিক্রেতায় নয়, নরসিংদীর বস্ত্রনগরী মাধবদী এখন সরগরম পৌর নির্বাচনকে ঘিরে। প্রার্থীদের প্রচারণায় মুখর শহরের অলি-গলি। মাধবদী পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন। তাঁরা হলেন, আওয়ামী লীগের হাজী মোশাররফ হোসেন প্রধান মানিক, বিএনপির প্রার্থী ও বর্তমান মেয়র হাজী মো. ইলিয়াছ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মো. হারুন ও স্বতন্ত্র আবদুল বাতেন শাহীন। ১ম শ্রেণির এই পৌরসভায় মূলত আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর মধ্যে লড়াই হবে। আওয়ামী লীগ নেতাকর্মীরা জানান, নির্বাচনী বৈতরণী পার হতে কালো টাকা ছড়াচ্ছেন বিএনপির প্রার্থী। ১২টি ওয়ার্ড থেকে লোক ভাড়া করে ওঠান বৈঠকের নামে মাধবদী গরুর হাটে জনসভা পরিচালনা করেছেন। আওয়ামী লীগের মেয়র প্রার্থী হাজি মো. মোশারফ প্রধান মানিক অভিযোগ করেন, বিএনপির প্রার্থী ও বর্তমান মেয়র ইলিয়াস ক্ষমতার অপব্যবহার করছেন। ভোট কিনতে ভোটারদের মধ্যে কালো টাকা ছড়াচ্ছেন। নির্বাচন কমিশনে অভিযোগ করেও আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে না। অভিযোগ অস্বীকার করে ইলিয়াস বলেন, শ্রমিকদের আহ্বানে একটি ওঠান বৈঠকে যোগ দিয়েছি। দাওয়াত দিয়ে কোনো লোক আনা হয়নি। বিগত পাঁচ বছর মাধবদীবাসীর উন্নয়নে কাজ করেছি। তাই ওঠান বৈঠক জনসমুদ্রে রূপ নিয়েছে। আমার জনপ্রিয়তায় যদি লোক আসে, সেটা কি আমার দোষ? নরসিংদী জেলা সহকারী রিটার্নিং অফিসার নজরুল ইসলাম বলেন, আওয়ামী লীগ প্রার্থী আমাদের কাছে মৌখিক অভিযোগ করেছেন। তত্ক্ষণিক জনসভা বন্ধ করতে বিএনপি প্রার্থীকে নির্দেশের পাশাপাশি আচরণবিধি মেনে চলার ব্যাপারে সতর্ক করা হয়েছে।

সর্বশেষ খবর