রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

এক পলক

ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষ

নারায়ণগঞ্জের রূপগঞ্জের চারিতালু গ্রামে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে গতকাল দুই দলের মধ্যে সংর্ঘষ হয়েছে। এ সময় একজনকে কুপিয়ে এবং একজনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে চারিতালু গ্রামের পূর্বপাড়া ও পশ্চিম পাড়ার ছেলেদের মধ্যে ক্রিকেট খেলা শুরু হয়। খেলার একপর্যায় আফুর উদ্দিন মোল্লার ছেলে আসাদুল্লাহর সঙ্গে স্থানীয় রমজান মিয়ার বাগবিতণ্ড হয়। পরে আসাদুল্লাহর লোকজন রমজানের লোকজনের উপর হামলা করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।—রূপগঞ্জ প্রতিনিধি

 

শীতবস্ত্র বিতরণ

বিজয় দিবস উপলক্ষে গতকাল  নারায়ণগঞ্জের ফতুল্লার মুসলিমনগর এলাকায় শতাধিক দরিদ্র লোকের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এর আগে বঙ্গবন্ধু দুস্থ কল্যাণ ও পুনর্বাসন সংস্থার উদ্যোগে সভায় প্রধান অতিথি ছিলেন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ কেন্দ্রীয় কমিটির সভাপতি হুমায়ন কবির। সংস্থার সভাপতি মাহবুব হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক, শাহ্জাহান, এম এম সালাহ উদ্দিন, নূর আলম আকন্দ, আলামিন প্রধান, আলীম প্রমুখ।—নারায়ণগঞ্জ প্রতিনিধি

রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুনীল দত্ত (৬০) শুক্রবার বিকালে নিজ বাড়িতে পরলোক গমন করেন। গতকাল স্থানীয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ চত্বরে সুনীল দত্তের শবদেহ রেখে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। পরে নাসিরনগর সদরের শ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়। তার মৃত্যুতে মত্স্য ও প্রাণী সম্পদ মন্ত্রী অ্যাড. মোহাম্মদ ছায়েদুল হক এমপি গভীর শোক প্রকাশ করেছেন।

—ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

 

১২৩ লাইব্রেরি উদ্বোধন

মুন্সীগঞ্জ জেলায় স্থায়ী এবং ভ্রাম্যমাণসহ একযোগে ১২৩টি লাইব্রেরি উদ্বোধন করা হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গতকাল বিকালে এর উদ্বোধন করা হয়। মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সাইফুল হাসান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো. আবুল কালাম আজাদ। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। —মুন্সীগঞ্জ প্রতিনিধি

 

ইসলামী ঐক্যজোটের কমিটি

ময়মনসিংহে ইসলামী ঐক্যজোটের বিভাগীয় সম্মেলনে ২১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার বিকালে নগরীর ইতিকথা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী। মুফতি তৈয়্যব হোসাইনকে সভাপতি ও হাফেজ  মাওলানা আবু তাহের খানকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করেন দলের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ। এ সময় মুফতি সাদেকুর রহমান রাশেদকে আহ্বায়ক, শেখ ফিরোজ আহাম্মদকে যুগ্ম আহ্বায়ক ও মুফতি শরীফুর রহমানকে সদস্যসচিব করে সাত সদস্যবিশিষ্ট মহানগর কমিটিও ঘোষণা করা হয়।

—ময়মনসিংহ প্রতিনিধি

 

ঘনকুয়াশায় ফেরি চলাচল বিঘ্ন

ঘনকুয়াশায় শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে ফেরি চলাচল ছয় ঘণ্টা বন্ধ ছিল। এতে উভয় পাড়ে দুই শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় থাকে। অবর্ণনীয় দুর্ভোগে পড়েন যাত্রীরা। কুয়াশা কমলে গতকাল সকাল ৯টার দিকে চলাচল স্বাভাবিক হয়। —মুন্সীগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর