বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
পৌর নির্বাচন

ব্যাপক সহিংসতা কেন্দ্র দখল

নরসিংদী

সঞ্জিত সাহা, নরসিংদী

ব্যাপক সহিংসতা কেন্দ্র দখল

কারচুপি ও ভোট ডাকাতির অভিযোগে নির্বাচন বর্জন করেছেন নরসিংদী সদর পৌরসভার বিএনপি ও স্বতন্ত্র প্রার্থী। ব্যাপক সহিংসতা ও কেন্দ্র দখলের অভিযোগে মাধবদী পৌরসভার নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। সকাল সাড়ে ১০টার দিকে শহরের বৌয়াকুড় প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে জাল ভোট দেওয়ার অভিযোগ ওঠে। এ সময় কেন্দ্রের তৃতীয় তলার একটি কক্ষে দিয়ে দেখা যায় আওয়ামী লীগ নেতা-কর্মীর ভিড়। বেলা ১১টায় শহরের বীরপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল করে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা জাল ভোট দেন বলে অভিযোগ পেয়ে সংবাদকর্মীরা গিয়ে একটি বুথে টেবিলের ওপর নৌকায় সিল মারা ব্যালট দেখতে পান। ওই সময় কেন্দ্রের বাইরে আওয়ামী লীগের সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগের বিদ্রোহী ও বিএনপির সমর্থকদের সংঘর্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে ভোট গ্রহণ সাময়িক স্থগিত করা হয়। ওই কেন্দ্রের এক ভোটার বলেন, ‘কেন্দ্রে গিয়ে দেখি ব্যালট বাক্স ও ব্যালট পেপার নেই। তাই ভোট না দিয়েই চলে যেতে হচ্ছে।’ বেলা ১১টার দিকে ব্রাহ্মণদী কেকেএম বালক উচ্চবিদ্যালয়ে গিয়ে দেখা যায় এক নারী ভোটার ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তার বাকবিতণ্ডা চলছে। কারণ জানতে চাইলে ওই ভোটার জানান, ‘কেন্দ্রে এসেছি ভোট দেওয়ার জন্য। এসে দেখি সব ব্যালট পেপারে সিল মারা। ওই সময় টেবিলে পড়ে থাকা ব্যালট পেপারে নৌকা মার্কায় সিল মারা দেখা গেছে।’ প্রায় একই সময় কয়েকটি কেন্দ্রে জাল ভোট ও কেন্দ্র দখল করে নৌকা প্রতীকে সিল মারার অভিযোগ করেছেন বিএনপি ও স্বতন্ত্র মেয়র প্রার্থী। এদিকে বেলা আড়াইটার দিকে হেমেন্দ্র সাহা মোড়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী কামরুজ্জামানের ওপর হামলা ও তার ব্যবহূত গাড়ি ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। ব্রাক্ষণদী কেকেএম উচ্চবিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন আরিফুর রহমান নমে এক সংবাদকর্মীকে লাঞ্ছিত করেন বলে বলে জানা যায়। জাল ভোট দেওয়ার চিত্র ধারণের সময় পুলিশের এই কর্মকর্তা তাকে ধাক্কা দেন। বিকালে নরসিংদী পৌরসভার বিএনপি প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন বলেন, সকাল থেকে নরসিংদীর তিনটি পৌরসভায় ভোট জালিয়াতি ও বিএনপির পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে।

সর্বশেষ খবর