শিরোনাম
বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

এক পলক

আগুনে পুড়ে মৃত্যু

নীলফামারীর সৈয়দপুরে অগ্নিদগ্ধ হয়ে হালিমা খাতুন (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে মঙ্গলবার রাতে তিনি মারা যান। স্থানীয়রা জানান, হালিমা সোমবার সন্ধ্যায় শীত নিবারণের জন্য চুলায় আগুনের তাপ নিচ্ছিলেন। এ সময় বেখেয়ালে তার চাদরে আগুন লেগে তা শরীরে ছড়িয়ে পড়ে।

—সৈয়দপুর প্রতিনিধি

যুবকের গলাকাটা লাশ

দিনাজপুর শহরে নিজ বাড়ি থেকে গতকাল সকালে রফিকুল ইসলাম (৪০) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রফিকুল শহরের শেখপুরা রেলঘুণ্টি এলাকার বাসিন্দা। কোতোয়ালি থানার ওসি একেএম খালেকুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কোন্দলের জের ধরে এ হত্যার ঘটনা ঘটেছে।

—দিনাজপুর প্রতিনিধি

বাজারে অগ্নিকাণ্ড

বাগেরহাটের ফকিরহাট উপজেলার চুলকাঠি বাজারে মঙ্গলবার গভীর রাতে অগ্নিকাণ্ডে ওয়ালটন ইলেকট্রনিক্স, সুন্দরবন স্টিল ফার্নিচার ও কাঠের ফার্নিচারে দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। তবে আগুনের সূত্রপাতের বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি।—বাগেরহাট প্রতিনিধি

শ্রমিক লীগ নেতাকে কুপিয়ে জখম

নীলফামারীর ডোমার উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল ওয়াদুদকে (৬০) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। ডোমার বাজার সংলগ্ন সাহাপাড়া গ্রামে মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় ওয়াদুদকে প্রথমে ডোমারের একটি ক্লিনিকে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ডোমার উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আখতারুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে উপজেলা শ্রমিক লীগের সভাপতি ওয়াদুদ আহমেদ ডোমার বাজার থেকে নিজবাড়ি সাহাপাড়ায় ফিরছিলেন। পথে মুখোশধারী একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে পালিয়ে যায়। —নীলফামারী প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর