রবিবার, ৩ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

বিনামূল্যের বই বিতরণে চাঁদা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের একটি বিদ্যালয় শিক্ষার্থীদের কাছ থেকে চাঁদা নিয়ে বিনামূল্যের বই বিতরণের অভিযোগ উঠেছে। মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া উন্নয়ন তহবিলের অনুদানের নামে বাধ্যতামূলক চাঁদা আদায় করা হচ্ছে। যারা চাঁদা পরিশোধ করেনি তাদের শুক্রবার বই উৎসবের দিন পাঠ্যবই দেয়নি বিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল চাঁদা দিয়ে কয়েকজন শিক্ষার্থী বই পেয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলরুবা বেগম জানান, কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া উন্নয়ন তহবিলের অনুদানের নামে চাঁদা আদায়ের সুযোগ নেই। কেউ চাঁদা আদায় করে থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর