রবিবার, ৩ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

ডিসি-এসপির অপসারণ দাবি আওয়ামী লীগ-বিএনপির

পাবনা প্রতিনিধি

ডিসি-এসপির অপসারণ দাবি আওয়ামী লীগ-বিএনপির

পাবনা পৌর নির্বাচনে পরাজিত আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের অপসারণ ও পুনঃ নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছে। একই দাবিতে বিএনপির প্রার্থী দুপুরে সংবাদ সম্মেলন করেছে পাবনা প্রেসক্লাবে। শনিবার বিকালে পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে নৌকা প্রতীকের সমর্থক গোষ্ঠীর ব্যানারে এ মানববন্ধন করা হয়। মানববন্ধন চলাকালে তারা বলেন, প্রশাসন একটি শিল্প গ্রুপের মালিকের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে হারিয়েছে। এ সময় বক্তব্য দেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রকিব হাসান টিপু। তিনি বলেন, কালো টাকার কাছে প্রশাসন বিক্রি হয়ে গেছে। একটি বিশেষ মহল নৌকাকে হারানোর জন্য প্রশাসনকে টাকা দিয়ে কিনে নেয়। তাই নির্বাচনের দিনে প্রশাসনের লোকজন আমাদের নেতা-কর্মীদের পিটিয়েছে, নির্বাচনী কাজে বাধা দিয়েছে। অপরদিকে পাবনা জেলা বিএনপি গতকাল দুপুরে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে একই দাবিতে সংবাদ সম্মেলন করে। এ সময় পাবনা জেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকসহ মেয়র প্রার্থী নূর মোহাম্মদ মাসুম বগা উপস্থিত ছিলেন। তিনিও একটি বিশেষ মহলের কারসাজিতে প্রশাসন পক্ষপাতমূলক আচরণের মাধ্যমে নির্বাচনকে কলুষিত করেছে বলে অভিযোগ করেন। তাই পুনরায় নির্বাচনের দাবি করেন তারা। এই পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মিন্টু।

সর্বশেষ খবর