রবিবার, ৩ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

এক পলক

মানিকগঞ্জে মধুর মেলা

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ভাকুম এলাকায় মধু বয়াতীর ১১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী বাউল মেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার রাতে ১৫তম এই মেলার উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। এ সময় সঙ্গীত শিল্পী মমতাজ বেগম এমপি উপস্থিত ছিলেন। মমতাজ বেগম এমপির বাবা বাউল সাধক আলহাজ মধু বয়াতী স্মরণে প্রতিবছর এই মেলা অনুষ্ঠিত হয়।

—মানিকগঞ্জ প্রতিনিধি

কল্যাণ সমিতি

সিদ্ধিরগঞ্জ হাউজিং প্লট মালিক মালিক কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। হাজী আব্দুল আউয়ালকে সভাপতি, জালাল হোসেনকে সাধারণ সম্পাদক করে ৩৪ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। শুক্রবার রাতে নাসিক কাউন্সিলর আরিফুল হক হাছান কমিটির ঘোষণা দেন। কমিটির অন্যরা হলেন— সাংগঠনিক সম্পাদক কবির আহামেদ, কোষাধ্যক্ষ মনির হোসেন, উপদেষ্টা হাবিবুল্লাহ হবুল, কাউন্সিলর আরিফুল হক হাছান, তাজিম বাবু, একেএম শফিকুর রহমান, হাজী দেলোয়ার হোসেন সরকার ও এমএ মান্নান। —সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

আজ রাঙামাটি অবরোধ

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সভাপতি ও সাবেক শান্তিবাহিনীর নেতা জ্যোতিরিন্দ  বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা ১ জানুয়ারি থেকে অসহযোগ আন্দোলনের ডাক দেন। এর অংশ হিসেবে এবং প্রহসনমূলক পৌর নির্বাচনের অভিযোগে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) আজ রাঙামাটি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালন করবে।

—রাঙামাটি প্রতিনিধি

গণপিটুনিতে আহত ৬

চুয়াডাঙ্গার আলমডাঙ্গার ভদুয়া গ্রামে গরু  চোর সন্দেহে গণপিটুনিতে আহত হয়েছেন ছয়জন। এদের মধ্যে চারজনকে গুরুতর অবস্থায় হারদী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুজনকে দেওয়া হয়েছে প্রাথমিক চিকিত্সা। আহতরা হলেন— ইনতাজুল, গাফফার, সাহেব আলী, কামাল, শামীম ও খাকছার। আহত গাফফারের দাবি, তারা গরুচোর নয়, গরু ব্যবসায়ী। গরু বিক্রির টাকা নিয়ে রাতে তারা নিজেদের গাড়িতে বাড়ি ফিরছিলেন। এ সময় লোকজন তাদের ধরে মারপিট করে। তাদের কাছে থাকা গরু বিক্রির প্রায় দুই লাখ টাকাও হারিয়ে গেছে।—চুয়াডাঙ্গা প্রতিনিধি

যুবদল নেতাকে কুপিয়ে জখম

নোয়াখালীর সোনাইমুড়িতে ফিরোজ মাহমুদ (২৪) নামে এক যুবদল নেতাকে কুপিয়েছে সন্ত্রাসীরা। গুরুতর অবস্থায় তাকে মাইজদীর একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার কালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। ফিরোজ সোনাপুর ইউনিয়নের কালিকাপুর ওয়ার্ডের যুবদলের যুগ্ম সম্পাদক। —নোয়াখালী প্রতিনিধি

ভুয়া চিকিৎসক আটক

পাবনা শহরের ইছামতি ক্লিনিক থেকে ভুয়া এক চিকিৎসককে আটক করেছে র্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা। গতকাল দুপুরে তাকে ওই ক্লিনিক থেকে আটক করা হয়। আটককৃত কথিত চিকিৎসক মো. গোলাম মোস্তফা (৪৪) খুলনা জেলার আরামঘাটা গ্রামের মৃত ইব্রাহিম আলী সরকারের ছেলে। এ ঘটনার সময় অপর কথিত চিকিৎসক ও ক্লিনিক মালিক আবদুর রহমান পালিয়ে যান। —পাবনা প্রতিনিধি

লক্ষ্মীপুরে সুন্নি ইজতেমা

লক্ষ্মীপুরে সাইফিয়া দরবার শরীফে আখেরি মুনাজাতের মাধ্যমে তিন দিনব্যাপী সুন্নি ইজতেমা শনিবার দুপুরে শেষ হয়েছে। দরবার শরীফের পীরে কামেল আলহাজ মাওলানা সাইফুল ইসলাম সিদ্দিকীর বয়ান শেষে হাজার হাজার তরীকত ভক্ত মুনাজাতে অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন, তরীকত ফেডারেশনের মহাসচিব ও সংসদ সদস্য লায়ন এমএ আওয়াল, পীরজাদা মাওলানা শাহ আতায়ে রাব্বী সিদ্দিকী প্রমুখ।

—লক্ষ্মীপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর