শিরোনাম
শনিবার, ৯ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

ট্রাকচাপায় প্রাণ গেল তিন স্কুলছাত্রের

সিদ্ধিরগঞ্জে বাবা ছেলে নিহত

প্রতিদিন ডেস্ক

শেরপুরের নালিতাবাড়ীতে ট্রাকচাপায় তিন স্কুলছাত্র নিহত হয়েছে। এ ছাড়া সড়ক দুর্ঘটনায় শরীয়তপুরে দাদা-নাতি, চট্টগ্রামে বাসের সহকারী, ভোলায় পান দোকানি মারা গেছেন। রাঙামাটিতে বাস উল্টে আহত হয়েছেন ৪০ যাত্রী। প্রতিনিধিদের পাঠানো খবর— শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গতকাল ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী তিন স্কুলছাত্র নিহত হয়েছে। নালিতাবাড়ী-নাকুগাঁও সড়কের নয়াবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো-নালিতাবাড়ী উপজেলার চারালি বাজার এলাকার আবদুর রহিমের ছেলে জামাল উদ্দিন, আলাল উদ্দিনের ছেলে মো. নজরুল ইসলাম ও হাবিবুর রহমানের ছেলে মো. রাজন মিয়া। নিহতরা সবাই স্থানীয় মুক্তিযোদ্ধা উচ্চবিদ্যালয়ের ছাত্র ছিল। রাজন নবম শ্রেণি এবং নজরুল ও জামাল দশম শ্রেণিতে পড়ত। এদিকে, শেরপুর শহরের খোয়ারপাড় এলাকায় রাস্তা পারাপারের সময় কাঠবোঝাই ট্রাকের চাপায় জুনাইদ মিয়া (১১) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত জুনাইদ উত্তর গৌরীপুর মহল্লার আবু বকর ড্রাইভারের ছেলে বলে পুলিশ জানিয়েছে।  শরীয়তপুর : নড়িয়া উপজেলার মশুরা সড়কে অটোবাইকের মুখোমুখি সংঘর্ষে আবদুল আজিজ বেপারী ও তার নাতি মোক্তার হোসেন (৩)। চট্টগ্রাম : সীতাকুণ্ডে বারো আউলিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় বাসের সহকারী মো. মোস্তফা নিহত হয়েছেন। ভোলা : লালমোহনে সড়ক দুর্ঘটনায় রাস্তার পাশের এক পান দোকানি নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর ৮ বাস যাত্রী। এদিকে সড়ক দুর্ঘটনার ঘটনায় উত্তেজিত জনতা রাস্তায় গাছ ফেলে সড়ক অবরোধ করে রাখে। রাঙামাটি : রাঙামাটি শহরের যাত্রীবাহী বাস উল্টে প্রায় ৪০ যাত্রী আহত হয়েছেন। রাঙামাটি শহরের প্রবেশ মুখ রেডিও সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর