শিরোনাম
শনিবার, ৯ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

খোলা আকাশের নিচে ১৪ ভূমিহীন পরিবার

মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে উচ্ছেদ অভিযানের নোটিসে ১৪টি পরিবার তাদের মাথা গোঁজার ঠাঁই ছেড়ে খোলা আকাশের নিচে জীবনযাপন করছে। ওই পরিবারগুলোর লোকসংখ্যা ৯০ জন। এর মধ্যে ১৬ শিশু ও ১৫ জন বৃদ্ধা রয়েছেন। জানা গেছে, মোরেলগঞ্জের কুঠিবাড়ী এলাকায় নদীর তীরে খাস জমিতে ১৪টি ভূমিহীন পরিবার টানা ৪০ বছর ধরে ঘর-দরজা তুলে বসবাস করছে। সম্প্রতি ওই ঘরগুলো উচ্ছেদের জন্য এক মাসের সময় দিয়ে নোটিস দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)। নোটিসের সময়সীমা পার হওয়ায় গতকাল সকালে ওই পরিবারের সদস্যরা তাদের বসতঘরগুলো ভেঙে নিতে শুরু করেন। একই সঙ্গে তারা পরিবারের সদস্যসহ আশ্রয় নিয়েছেন ওই এলাকারই বিভিন্ন গাছের তলায়। সেখানে তারা পলিথিনের ঝুপড়ি বানিয়ে আপাতত ইজ্জত, সম্মান ও শীতের তীব্রতা থেকে বাঁচার চেষ্টা করছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর