শিরোনাম
শনিবার, ৯ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

৩২৪ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই

নেত্রকোনা

নেত্রকোনা প্রতিনিধি

১০ উপজেলা নিয়ে হাওরবেষ্টিত পাহাড় ঘেরা নেত্রকোনা জেলা। জেলার ১ হাজার ১৬৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩২৪টি স্কুলে দীর্ঘদিন ধরে নেই প্রধান শিক্ষক। এ ছাড়াও ৪ হাজার ৯৫৩ সহকারী পদের বিপরীতে ৭৭২টি পদ শূন্য। পরিদর্শক ৪৬টি পদের মধ্যে শূন্য ২১টি। ফলে ইউনিয়ন ও গ্রামপর্যায়ের প্রাথমিক শিক্ষাব্যবস্থায় স্থবিরতা বিরাজ করছে। দিন দিন কমে যাচ্ছে শিক্ষার্থীর সংখ্যা। অভিভাবকরা হয়ে পড়েছেন অসহায়। জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সদর উপজেলায় ১৯২ প্রধান শিক্ষকের মধ্যে ৫২, পূর্বধলায় ১৫৬টির মধ্যে ৩৪, দুর্গাপুরে ১০১টির মধ্যে ২৫, কলমাকান্দায় ১২০টির মধ্যে ৪৪, মোহনগঞ্জে ৮২টির মধ্যে ৬, বারহাট্টায় ৯২টির মধ্যে ২২, আটপাড়ায় ৯৮টির মধ্যে ৩০, কেন্দুয়ায় ১৮১টির মধ্যে ৫৫, মদনে ৮৮টির মধ্যে ৩৭ ও খালিয়াজুরীতে ৫৬টির মধ্যে ১৯টি প্রধান শিক্ষকের পদ শূন্য। জেলা শিক্ষা কর্মকর্তা এ কে এম রিয়াজউদ্দিন শিক্ষক স্বল্পতার জন্য বিভিন্ন কারণ উল্লেখনহ সীমাবদ্ধতার কথা স্বীকার করে জানান, প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আছে। চাহিদা অনুযায়ী পদোন্নতি এবং নতুন শিক্ষক নিয়োগ করলে অচিরেই এ সমস্যার সমাধান হবে। তিনি আরও জানান, শুধু প্রধান শিক্ষকই নয় ৭৭২টি সহকারী শিক্ষকের পদও শূন্য। এ ছাড়াও উপজেলা সহকারী কর্মকর্তা যারা মনিটরিং বা পরিদর্শন করবেন সেগুলোর মধ্যেও ৪৬টি পদের বিপরীতে ২১টি পদ শূন্য রয়েছে। যে কারণে সঠিকভাবে মনিটরিং সম্ভব হচ্ছে না।

সর্বশেষ খবর