বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

এক পলক

ধুনটে ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা

বগুড়ার ধুনটের ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মমতাজুর রহমানকে (৬৫) গতকাল পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মমতাজুর রামকৃষ্ণপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে এবং ভান্ডারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। এ ঘটনায় তাঁর স্ত্রী-পুত্রসহ পাঁচজন আহত হয়েছেন। জানা যায়, বুধবার দুপুরে মমতাজুরের ছেলে ময়নুল করিম রিপন বাড়ির সামনে কাজ করছিল। এ সময় প্রতিপক্ষ রিপনের ওপর হামলা চালায়। রিপনের চিত্কারে মমতাজুরসহ পরিবারের সদস্যরা এগিয়ে এলে তাদের মারপিট করা হয়।

—নিজস্ব প্রতিবেদক, বগুড়া

পাহাড়ে শীতবস্ত্র চিকিৎসাসেবা

খাগড়াছড়ি সেনা রিজিয়ন বুধবার দুর্গম পাহাড়ি জনপদে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসাসেবা দিয়েছে। জেলা সদরের কৃষি গবেষণা এলাকার বড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রাথমিক চিকিৎসা ও শীতবস্ত্র বিতরণ করেন খাগড়াছড়ি সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল স.ম মাহবুব উল আলম। উপস্থিত ছিলেন রিজিয়নের ৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লে. কর্নেল হামিদ, রিজিয়নের জেনারেল স্টাফ অফিসার মেজর মো. নাসির উল হাসান খান ও খাগড়াছড়ি সদর জোনের টুআইচি মো. আতিক, খাগড়াছড়ি রিজিয়নের ক্যাপ্টেন আপেল মাহমুদ, স্থানীয় ইউপি মেম্বার সুকমল ত্রিপুরা। শীতবস্ত্র পেয়ে ৬০ বছর বয়সী চিনু ত্রিপুরা জানান, মাঘের এই শীতে সেনাবাহিনীর দেওয়া কম্বল পেয়ে তিনি খুব খুশি।

—খাগড়াছড়ি প্রতিনিধি

বিষ প্রয়োগে হাঁস নিধন

কক্সবাজারের চকরিয়ায় পুকুরে বিষ দিয়ে হালিমা বেগম নামে এক গরিব নারীর ৯টি হাঁস মেরে ফেলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের আম্মারডেরা এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত হালিমা গতকাল একই এলাকার পুকুর মালিক অছি মিয়ার ছেলে শাহেদ হোসেনকে আসামি করে চকরিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন। —চকরিয়া প্রতিনিধি

মাদকবিরোধী র‌্যালি

মাদকবিরোধী অভিযান ও প্রচারণা মাস উপলক্ষে গতকাল নরসিংদীতে মাদক ও সন্ত্রাসবিরোধী র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। র‌্যালির উদ্বোধন করেন নরসিংদী পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফজলুল হক লিটন। উপস্থিত ছিলেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের সহকারী পরিচালক কবির উদ্দিন, পরিদর্শক আবু রেজা মেহেদী হাসান, পৌরসভার কাউন্সিলর কামাল হোসেন, ইয়াসমিন সুলতানা, তৌকির আহমেদ প্রমুখ। —নরসিংদী প্রতিনিধি

গাঁজাসহ শিবির নেতা গ্রেফতার

বগুড়ার নন্দীগ্রাম থানা পুলিশ অভিযান চালিয়ে নাশকতা মামলার আসামি পৌর ছাত্র শিবিরের সভাপতি রাকিব হাসানকে গ্রেফতার করেছে। এ সময় তার কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। হবিগঞ্জে জামায়াত নেতা : জেলা জামায়াতের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক ছাদিকুর রহমানকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে বাহুবল উপজেলার মিরপুর বাজারের বাসা থেকে তাকে আটক করা হয়। আটক ছাদিকুর নবীগঞ্জের আব্দুস সাত্তারের ছেলে। —প্রতিদিন ডেস্ক

চরফ্যাশনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য চরফ্যাশন পৌর সভা নির্বাচনে মেয়র পদে আওয়মী লীগের বাদল কৃষ্ণ দেবনাথ এবং বিএনপির আমিরুল ইসলাম মিন্টিজ মনোনয়নপত্র দাখিল করেছেন। উৎসবমুখর পরিবেশে গতকাল মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিল পদে ৪০ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। নির্বাচন অফিস সূত্র জানায়, মেয়র পদে দুজন, কাউন্সিলর পদে ৩০ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে আটজন মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ মনোনয়নপত্র যাছাই বাছাই করা হবে।

—চরফ্যাশন প্রতিনিধি

স্কুলের নতুন ভবনের নির্মাণ কাজ উদ্বোধন

ময়মনসিংহের ভালুকা উপজেলার ধলিয়া বহুলী স্কুল অ্যান্ড কলেজের নতুন চারতলা ভবনের নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বুধবার দুপুরে ওই নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং কমিটির সভাপতি আলহাজ নজরুল ইসলাম খান বাবুল, সমাজসেবক আশরাফুল আলম আশরাফ, কলেজের অধ্যক্ষ মো. মুঞ্জুরুল হক খান প্রমুখ। —ভালুকা প্রতিনিধি

কর্মশালা

জাতীয় ভূমি জোনিং প্রকল্পের আওতায় ঝিনাইদহে খসড়া ভূমি জোনিং ম্যাপ যাচাইকরণবিষয়ক কর্মশালা গতকাল সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলকার নায়নের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও জাতীয় ভূমি জোনিং প্রকল্পের প্রকল্প পরিচালক কফিল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, ঝিনাইদহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুর রউফ মন্ডল। —ঝিনাইদহ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর