বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

আওয়ামী লীগের ১৯ নেতা-কর্মী কারাগারে

অগ্নিসংযোগ ও লুটপাট মামলা

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে অগ্নিসংযোগ ও লুটপাট মামলায় জামিন নামঞ্জুর করে স্থানীয় আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও যুবলীগ নেতাসহ ১৯ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল দুপুরে লক্ষ্মীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুহাম্মদ মুনির হোসাইন তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানান জজকোর্টের পিপি অ্যাডভোকেট জসীম উদ্দিন। কারাগারে গেলেন যারা তারা হলেন— রামগতি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও বর্তমান জাতীয় পার্টির নেতা আজাদ উদ্দিন চৌধুরী, রামগতি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু নাসের, উপজেলা যুবলীগের আহ্বায়ক মেজবাহ উদ্দিন হেলালসহ তাদের অনুসারী বাসেত পাটোয়ারী, নুরু, শাহাদাত, সবুজসহ ১৯ জন।

প্রসঙ্গত, ২০১৩ সালের ২৪ ফেব্রুয়ারি রামগতি উপজেলার আসলপাড়া গ্রামে ৯টি বসতঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। পরে এসব ঘটনায় কারাগারে প্রেরণকারীদের আসামি করে ভুক্তভোগী আবদুল হান্নান বাদী হয়ে মামলা করেন।

সর্বশেষ খবর