বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

নিখোঁজদের সন্ধান মেলেনি লাশের অপেক্ষায় স্বজনরা

মেঘনায় ট্রলারডুবি

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের হাইমচরের মেঘনা নদীতে ডুবে যাওয়া ট্রলার ও নিখোঁজ যাত্রীদের সন্ধান মিলেনি দুই দিনেও। নৌবাহিনী, কোস্টগার্ড, বিআইডব্লিউটিএ, ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশের সদস্যরা গতকালও উদ্ধার অভিযান চালিয়েছেন। নদীতীরে লাশের অপেক্ষায় থাকতে দেখা গেছে স্বজনদের। স্থানীয় প্রশাসন জানিয়েছে, নিখোঁজ ব্যক্তিদের খুঁজে না হওয়া পর্যন্ত উদ্ধার তত্পরতা চলবে। এদিকে ওই দুর্ঘটনায় মঙ্গলবার নিখোঁজের সংখ্যা আটজন বলা হলেও গতকাল এ সংখ্যা বেড়ে হয়েছে ১০ জন। তারা হলেন— আলেয়া বেগম (২৫), তার ছেলে সিয়াম (৮), মেয়ে স্বর্ণা (৪), শাহাজাদী (৩০), তার মেয়ে নার্গিস (৮), মানিক (৪), রতন (আড়াই বছর), ফাহিম (২), আহমদ উল্লাহ (৩৫) ও তার এক বন্ধু।  এরা সবাই হাইমচরের চর ভৈরবী, চরভাঙ্গা, মৃধাকান্দি ও ইশানবালা এলাকার বাসিন্দা। চাঁদপুর বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক এসএম মাহফুজ উল আলম সজল জানান, একদিকে নদীতে তীব্র স্রোত অপরদিকে উদ্ধার ব্যক্তিরা ডুবে যাওয়ার স্থান নির্দিষ্ট করে বলতে পারছেন না। ফলে উদ্ধার কাজে বিলম্ব হচ্ছে। উদ্ধার অভিযানে থাকা নৌ-বাহিনীর সাব লেফ. আক্কাস জানান, সাইড স্কেনিং সোনার মেশিন দিয়ে তলদেশে ট্রলার ও নিখোঁজদের খোঁজা হচ্ছে। স্বজনরাও উদ্ধার কাজে যোগ দিয়েছেন। কেউ অপেক্ষা করছেন নদীতীরে। অন্তত প্রিয়জনের লাশ পাওয়ার আশায়। শাহ আলম নামে এক ব্যক্তি জানান, তার মেয়ে ও স্ত্রীকে এখনো পাওয়া যায়নি। প্রশাসনের কাছে অনুরোধ অন্তত লাশগুলো যেন দাফন করার সুযোগ তিনি পান। উল্লেখ্য, মঙ্গলবার সকালে হাইমচরের তেলির মোড় থেকে ঈশানবালা চরের উদ্দেশে রওনা হয়ে মেঘনা নদীতে তেলবাহী টেংকারের ধাক্কায় ৫০ যাত্রী নিয়ে ডুবে যায় রবিন পরিবহন নামের ট্রলারটি। প্রশাসনের পক্ষ থেকে ১০ জন নিখোঁজের তালিকা করা হয়েছে। যাদের অধিকাংশই শিশু। করিমগঞ্জে দুটি ট্রলারের সংঘর্ষে নিহত ১ : কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, করিমগঞ্জ উপজেলার বালিখলা এলাকায় নাগচিন্নি নদীতে দুটি ট্রলারের সংঘর্ষে সিটন ঠাকুর (২২) নামে একজন নিহত হয়েছেন। তিনি ইটনা উপজেলার সাতঘর হাটি গ্রামের করুণা ঠাকুরের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে করিমগঞ্জের চামড়াঘাট থেকে ইটনার উদ্দেশে একটি ট্রলার ছেড়ে যায়। মিঠামইনের গোপদিঘি থেকে চামড়াঘাটের দিকে অপর একটি ট্রলার যাওয়ার সময় বালিখলা এলাকায় দুটি ট্রলারের সংঘর্ষ হয়।

সর্বশেষ খবর