বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

শিশুকে থেঁতলে নিয়ে গেল ট্রাক

অসহায় দৃষ্টিতে দেখলেন বাবা-মা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ শহরের ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে সাড়ে তিন বছরের শিশুর করুণ মৃত্যু হয়েছে। মোটরসাইকেল থেকে পড়ে যাওয়ার পর শিশু তাবাসুম ফারিয়াকে থেঁতলে নিয়ে যায় ট্রাক। এ দৃশ্য অসহায় দৃষ্টিতে দেখেন বাবা ও মা। একপর্যায়ে ফারিয়ার নিথর দেহ ফেলে রেখে চলে চাল ঘাতক ট্রাক। ক্ষতবিক্ষত মরদেহ কোলে নিয়ে নির্বাক দাঁড়িয়ে থাকেন বাবা মিলন হোসেন। ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্ক রোডের চাঁদমারী এলাকায় গতকাল সন্ধ্যায় দুর্ঘটনার পর এই করুণ দৃশ্যের অবতারণা হয়। দুর্ঘটনায় ফারিয়ার মা সাথী ও বাবা মিলনও আহত হয়েছেন। সাথীকে ভর্তি করা হয়েছে ঢাকা পঙ্গু হাসপাতালে। ঘটনার পর উত্তেজিত জনতা ট্রাকটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন। তবে পালিয়ে যায় চালক ও হেলপার। নিহত ফারিয়া সাথী-মিলন দম্পতির একমাত্র মেয়ে। তারা ইসদাইর এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, ইসদাইর থেকে স্ত্রী-সন্তানকে মোটরসাইকেলে নিয়ে শহরের চাষাঢ়ার দিকে আসছিলেন মিলন হোসেন। চাঁদমারী রেললাইন এলাকায় পেছন থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাক (ঢাকা-মেট্রো-১৪-০৪৭৬) তাদের মোটরসাইকেলে সজোরো ধাক্কা দেয়। এতে ছিটকে ট্রাকের সামনে পড়ে যায় ফারিয়া। তাকে কিছু দূর থেঁতলে নিয়ে যায় ট্রাকটি। ঘটনাস্থলেই মারা যায় সে। শিশুকন্যার এ করুণ মৃত্যুর দৃশ্য দেখে বাঁচাও বাঁচাও চিত্কার করতে থাকেন সাথী ও মিলন।

মিলনের সহকর্মী বেসরকারি সংস্থা আশা’র নারায়ণগঞ্জ শাখার লোন অফিসার আল আমিন বলেন, ‘একমাত্র মেয়ে ফারিয়াকে শহরে রেখে পড়ালেখা করানোর ইচ্ছা ছিল মিলনের। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস।’

সর্বশেষ খবর