রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

ওজন মাপার যন্ত্র চার মাস বন্ধ ঝুঁকিতে মেঘনা-গোমতী সেতু

দাউদকান্দি প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ও গোমতী সেতুতে ওজন মাপার যন্ত্র চার মাস ধরে বন্ধ রয়েছে। ফলে অতিরিক্ত পণ্যবোঝাই যানবাহন অবাধে চলাচল করায় হুমকির মুখে রয়েছে সেতু দুটি। অপরদিকে নীতিমালা লঙ্ঘন করে ইচ্ছামত টোল আদায়ের অভিযোগ পাওয়া গেছে। ওভারলোড কন্ট্রোল মেশিন বন্ধ থাকার ব্যাপারে সড়ক ও জনপথের (সওজ) অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুস সালাম বলেন, সওজের পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বিষয়টি জানানো হয়েছে। অতিরিক্ত টোল আদায় প্রসঙ্গে বলেন, ‘গত ২১ জানুয়ারি তিনি সরেজমিন দুটি সেতুর টোলপ্লাজা পরিদর্শনে গিয়ে অতিরিক্ত টোল আদায় করতে কাউকে দেখেননি।’

সর্বশেষ খবর