রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

এক পলক

পাঁচ বছরের শিশু ধর্ষণের শিকার

রাজশাহীর মোহনপুর উপজেলার খাড়তা গ্রামের পাঁচ বছরে শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। তাকে গুরুতর অবস্থায় প্রথমে মোহনপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রাজশাহী মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসিতে) ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ পলান চন্দ্র  ওরফে কটু (৪২) নামে একজনকে আটক করেছে। শিশুর বাবা মোহনপুর থানায় মামলা করেছেন।

—নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

কিশোরীর মৃতদেহ উদ্ধার

নারায়নগঞ্জে রূপগঞ্জে সাথী আক্তার (১৫) নামে এক কিশোরীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার পাড়াগাঁও এলাকা থেকে ওই কিশোরীর মৃতদেহ উদ্ধার করা হয়। সাথী আক্তার ওই এলাকার ইব্রাহীম  ব্যাপারীর মেয়ে। —রূপগঞ্জ প্রতিনিধি

আওয়ামী লীগে যোগদান

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ হাউজিং প্লট মালিক কল্যাণ সমিতির নেতৃত্বে প্রায় দেড় শতাধিক সদস্য ও ব্যবসায়ী যোগদান করলেন আওয়ামী লীগে। সিদ্ধিরগঞ্জ হাউজিংস্থ হাজী ফজলুল হক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মজিবর রহমান ও সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়ার হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন। —সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

বঙ্গবন্ধুর ম্যুরাল

মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা পার্কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও মফিজুর রহমান মুক্তমঞ্চের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল সকালে মেহেরপুর পৌরসভার মেয়র মোতাছিম বিল্লাহ মতু এর উদ্বোধন করেন।

—মেহেরপুর প্রতিনিধি

ইউনুছিয়া মাদ্রাসায় বার্ষিক সম্মেলন

ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার ১০৩তম তিন দিনব্যাপী বার্ষিক সম্মেলন শুরু হয়েছে জেলা ঈদগাহ ময়দানে। সম্মেলনের দ্বিতীয় দিন শুক্রবার দিবাগত রাতে আল্লামা আশেক এলাহী ইব্রাহিমীর সভাপতিত্বে বক্তব্য দেন, ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মুহতামিম আল্লামা আবুল কাশেম নোওমানী, আল্লামা ক্বারী আব্দুর রউফ, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ গবেষক আল্লামা উবাদুর রহমান খান নদভী, মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, বরুণার পীর আল্লামা রশিদুর রহমান ফারুক প্রমুখ। বক্তারা বলেন, ইসলামের সঙ্গে সন্ত্রাস-জঙ্গীবাদের কোনো সম্পর্ক নেই। দেশের আলেম-ওলামা ও মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের শান্তিশৃঙ্খলা এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় ঈমানি চেতনা নিয়ে কাজ কারারও আহবান জানান তারা।

—ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিলুপ্ত ছিটে জমি নিয়ে সংঘর্ষ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বিলুপ্ত ১৪ নম্বর ছিটমহলের জমি বিরোধ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৯ ব্যক্তি আহত হয়েছেন। লুত্ফর রহমান নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আব্দুল মান্নান নামে একজনকে আটক       করেছে পুলিশ।

—লালমনিরহাট প্রতিনিধি

কালীগঞ্জে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে ছাদ থেকে পড়ে রাজন হোসেন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সকালে কালীগঞ্জ পৌর এলাকার বাবরা গ্রামে। নিহত রাজন গ্রামের মিন্টু হোসেনের ছেলে।  নিহতের স্বজনরা জানান, সকালে বাড়ীর ছাদে খেলতে গিয়ে রাজন নিচে পড়ে যায়। গুরুতর অবস্থায় তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখানকার চিকিৎসকরা তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। সেখানে দুপুর দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

—ঝিনাইদহ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর