রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

আখাউড়ায় জীবন্ত এক ব্যক্তিকে মাটিচাপা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গতকাল জীবন্ত এক ব্যক্তিকে মাটিচাপা দেওয়া হয়েছে। পরে পুলিশ দ্রুত গিয়ে মাটি খুঁড়ে তাকে জীবিত উদ্ধার করে। চিকিত্সা শেষে ওই ব্যক্তিসহ মাটিচাপা দানকারীকে পুলিশ আটক করেছে। মাটিচাপা থেকে উদ্ধার হওয়া ব্যক্তির নাম সফিকুল ইসলাম খাদেম (৩৫) আর মাটিচাপা দেওয়া ব্যক্তির নাম বিল্লাল হোসেন (২৩)। পুলিশ বলছে, সফিক আত্মহত্যা করতে গিয়েছিলেন। তার নির্দেশেই বিল্লাল তাকে মাটিচাপা দিয়েছেন। এ জন্য দুজনকেই আটক করা হয়েছে। আখাউড়া থানার পুলিশ জানায়, উপজেলার খড়মপুর বাইপাস সড়কের পাশে রেলওয়ের পরিত্যক্ত এক জায়গায় যান সফিক ও বিল্লাল। তারা প্রথমে ছোট জায়গা নিয়ে তার চারদিকে সাদা কাপড় দিয়ে ঘেরাও করেন। এরপর দুজনই গর্ত খুঁড়তে থাকেন। গর্তটি কবরের মতো করা হয়। পরে সফিক গর্তে গিয়ে শুয়ে পড়েন। এরপর সেখানে মাটি ফেলে তাকে মাটিচাপা দিতে থাকেন বিল্লাল। মাটিচাপা দেওয়া যখন শেষ পর্যায়ে, তখন স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

সর্বশেষ খবর