রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

স’মিলে আগুন, দুই কোটি টাকার ক্ষতি

টঙ্গী প্রতিনিধি

গাজীপুরের টঙ্গী আউচপাড়া খাঁ-পাড়া রোড এলাকায় গতকাল আমেনা স’মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আমেনা ডোর স’মিলের প্রায় দুই কোটি টাকার মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। স’মিল মালিক ফারুক জানান, ভোরে   দোকানে আগুন লাগার খবর শুনে এসে দেখি ফার্নিচার তৈরির আটটি মেশিন ও স্টোরের মূল্যবান কাঠ পুড়ে গেছে। যার মূল্য প্রায় দুই কোটি টাকা। টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার  সেলিম হোসেন জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তার ধারণা। এদিকে গাজীপুর প্রতিনিধি জানান, সিটি করপোরেশনের টেকনগরপাড়ার বৈদ্যুতিক তার ছিঁড়ে গতকাল ভোররাতে কাগজের রোলভর্তি কাভার্ডভ্যানের উপর পড়ে সেটিতে আগুন ধরে যায়। সার্ভিসের কর্মীরা আগুন নেভানো আগেই পুড়ে যায় কভার্ডভ্যান ও ভ্যানে থাকা মালামাল। এদিকে কালিয়াকৈর সফিপুরের বালিরটেক এলাকায় উন্মুক্ত স্থানে রাখা ঝুটে কে বা কারা শুক্রবার দিবাগত রাতে আগুন ধরিয়ে দেয়।

সর্বশেষ খবর