রবিবার, ৬ মার্চ, ২০১৬ ০০:০০ টা

সম্পত্তি উদ্ধারে দ্বারে দ্বারে ঘুরছেন যুবক

সিরাজগঞ্জ প্রতিনিধি

ষড়যন্ত্রের শিকার হয়ে সহায়সম্পত্তি হারিয়েছন সিরাজগঞ্জের সলঙ্গা থানার কুঠিপাড়ার যুবক ওমর ফারুক। এখন হারানো জমি ফিরে পেতে বিভিন্ন জনের দ্বারে দ্বারে ঘুরছেন তিনি। জমি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ২০১১ সালে তৎকালীন রাষ্ট্রপতি নির্দেশ দিলেও পাঁচ বছরেও তা বাস্তবায়ন হয়নি। উল্টো দখলকারীরা ওমর ফারুক ও তার পরিবারকে হুমকি দিচ্ছে। এতে পরিবারটি হতাশার পাশাপাশি ভুগছে নিরাপত্তাহীনতায়। ভুক্তভোগী ওমর ফারুক জানান, দাদা কফিল উদ্দিন তার নিজ নামে শতাধিক শতক জমি রেখে ১৯৬৯ সালে মারা যান। তখন বাবা শাহ আলম শামচুলের বয়স ছিল মাত্র চার বছর। ১৯৭৬ সালে আমার সৎ চাচা পরশ উল্লাহ ওরফে জহুরুল ইসলাম কৌশলে বাবার অংশটুকু দখল করতে ১০ বছর বয়সে নাবালকের সম্পত্তি বিক্রয় কবলা জালিয়াতি দলিল করে নেন। এরপর তাকে ষড়যন্ত্র করে বাড়ি থেকে বিতাড়িত করে দেওয়া হয়। বর্তমানে আমরা অন্যের বাড়িতে ভাড়া হিসেবে থাকছি। বাবা দীর্ঘ ৪০ বছর পৈতৃক সম্পত্তি উদ্ধারে বিভিন্ন স্থানে ঘুরেও ব্যর্থ হন। এ অবস্থায় ২০১১ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমানের কাছে সম্পত্তির ন্যায্য অধিকার ফিরে পাওয়ার আবেদন করলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ওই বছরের ১৪ জুলাই ভূমি মন্ত্রণালয়কে নির্দেশ দেন। অদ্যাবধি কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। সর্বশেষ চলতি বছরের ১১ ফেব্রুয়ারি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে দুটি আবেদন করা হয়েছে।

সর্বশেষ খবর