রবিবার, ৬ মার্চ, ২০১৬ ০০:০০ টা

সাংবাদিক জামাল হত্যার ৯ বছর

খুনিরা ধরা পড়েনি আজও

রাঙামাটি প্রতিনিধি

২০০৭ সালের ৬ মার্চ রাঙামাটিতে খুন হন সাংবাদিক জামাল উদ্দিন। কিন্তু তার একদিন আগে নিখোঁজ হন তিনি। লম্বা সময় নিয়ে, খুঁচিয়ে খুঁচিয়ে তাকে হত্যা করা হয়। তার লাশ উদ্ধারের পর পুলিশের সুরতহাল রিপোর্টেও সেটি নিশ্চিত করা হয়। রাঙামাটি শহরের পর্যটন এলাকার হেডম্যান পাড়ার একটি গাছের নিচে ফেলে দিয়ে যায় তার রক্তমাখা লাশ। ওই পাহাড়ে একটি ঘরও ছিল। ছিল খুনিদের ফেলে যাওয়া নানা ছাপও। কিন্তু তার পরও সংবাদিক জামাল হত্যাকারীরা এখনও  গ্রেফতার হয়নি।

আপাতদৃষ্টিতে সাধারণ একটি হত্যা মনে হলেও সেটি যে আদৌ সাধারণ নয়, তার প্রমাণ পুলিশের গোয়েন্দা বিভাগ। হত্যার তিন তিন বার তদন্তের পরও নিজেদের ব্যর্থতা স্বীকার করে তদন্ত থেকে সরে দাঁড়িয়েছেন তদন্ত কর্মকর্তরা। কেন এই হত্যা, তা আজও প্রকাশ হয়নি। তবে এতটুকু বোঝা যায়— খুনিরা সাধারণ কেউ নন। তাদের রক্ষায় যারা সচেষ্ট, তাদের হাত অনেক লম্বা। সেই লম্বা হাতের কাছে সাংবাদিকরা যেন মেরুদণ্ডহীন।

সর্বশেষ খবর