রবিবার, ৬ মার্চ, ২০১৬ ০০:০০ টা

বালু উত্তোলন ঝুঁকিতে সেতু

ধামরাই প্রতিনিধি

ঢাকার ধামরাই চাপিল খেয়াঘাটের বংশী নদীতে নির্মাণাধীন সেতুর নিচ থেকে ভেকু লাগিয়ে উত্তোলন করা হচ্ছে বালু। এতে সেতুর পিলারের শক্তি কমে যাওয়ায় ধীরে ধীরে হুমকির মুখে পড়ছে সেতুটি। দ্রুত বালু তোলা বন্ধ না করলে বহু কাঙ্ক্ষিত সেতুটি ধসে পড়ার আশঙ্কা করছেন গ্রামবাসী। সেতু নির্মাণে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের সহকারী ঠিকাদার আক্রাম হোসেন বলেছেন, যতটুকু বালু কাটা হয়েছে তা অন্য স্থান থেকে মাটি এনে ভরাট করে দেওয়া হবে। জানা গেছে, এলজিইডির বাস্তবায়নে বংশী নদীর উপর তিন কোটি ৬২ লাখ টাকা খরচে সেতুটি নির্মাণ কাজ শুরু করে মেসার্স কফিল অ্যান্ড এ আর এন্টারপ্রাইজ। কাজও প্রায় শেষ দিকে। ঠিকাদারী প্রতিষ্ঠান অতি লাভের জন্য সেতুর নিচ ভেকু দিয়ে বালু উত্তোলন করে তা সংযোগ রাস্তার পাশে দিচ্ছে। এতে সেতুর ক্ষতি হবে জেনে এলাকাবাসী প্রতিবাদও করেন। কিন্তু তাতে বালু তোলা বন্ধ হয়নি। এলাকাবাসীর অভিযোগ, সেতু নির্মাণ প্রায় শেষ হয়ে এলেও উপজেলা এলজিইডি অফিসের কোনো কর্মকর্তাকে এখানে দেখা যায়নি।

ধামরাই উপজেলা এলজিইডি কর্মকর্তা মো. ইউসুফ হোসাইন মুঠোফোনে জানান, ব্রিজের পিলারের ব্যাস অনেক নিচে।   তাই ভেকু দিয়ে মাটি কাটলেও ব্রিজের ক্ষতি হবে না।

সর্বশেষ খবর