শুক্রবার, ১১ মার্চ, ২০১৬ ০০:০০ টা

গলায় পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি দিলেন এসআই

মেহেরপুর প্রতিনিধি

গাংনীর বামন্দী বাজারে মোটরসাইকেল চালিয়ে আগে বেরিয়ে যাওয়ার অপরাধে কদর আলী নামে এক পান ব্যবসায়ীর গলায় পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি দিয়েছেন গাংনী থানার এসআই জিল্লুর রহমান। বুধবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। বামন্দী-নিশিপুর গ্রামের পান ব্যবসায়ী কদর আলী জানান,  বুধবার মেহেরপুর শহর থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। চোখতোলা মাঠ এলাকা দ্রুত পার হওয়ার জন্য তিনি চেংগাড়া মোড় থেকেই গাড়ির গতি বাড়িয়ে দেন। চোখতোলা মাঠের মধ্যে এসআই জিল্লুর মোটরসাইকেলকে ওভারটেক করে বামন্দী পৌঁছান। বামন্দী বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছাতেই পেছন থেকে সেখানে উপস্থিত হন সাদা পোশাকে এসআই জিল্লুর। কেন আগে বেরিয়ে এলো তা জানতে চেয়ে এসআই জনসম্মুখে কোমর থেকে পিস্তল বের করে কদর আলীর গলায় পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যার হুমকি দেন। তিনি আরও বলেন, হঠাৎ এ ধরনের আচরণে কদর আলী বুঝতে পারছিলেন না পিস্তল ঠেকানো ব্যক্তি সন্ত্রাসী নাকি পুলিশ? কদরআলী তার পরিচয় জানতে চাইলে  জিল্লুর তার পরিচয় দিয়ে অকথ্য ভাষায় কদর আলীকে গালিগালাজ করতে থাকেন। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী ফুঁসে উঠলে পরবর্তীতে দেখে নেওয়ার হুমকি দিয়ে কদর আলীকে ছেড়ে দেয় এসআই জিল্লুর। এ বিষয়ে কথা বলতে এসআই জিল্লুরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ জামান জানান, এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে অতিদ্রুত বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর