শুক্রবার, ১১ মার্চ, ২০১৬ ০০:০০ টা

শীর্ষ চরমপন্থি অমল ভারতে গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর শীর্ষ চমরপন্থি ‘অমল বাহিনীর’ প্রধান অমল কৃষ্ণ মণ্ডল দুই সহযোগীসহ ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগরে গ্রেফতার হয়েছে। রাজবাড়ী পুলিশ সুপার জিহাদুল কবির গতকাল বিষয়টি নিশ্চিত করে জানান, অমলকে পুলিশ হেড কোয়ার্টারের এনসিবির মাধ্যমে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। অমল রাজবাড়ী পাংশা উপজেলার সুবর্ণখোলা গ্রামের ভোলানাথ মণ্ডলের ছেলে।

জানা যায়, ১৯৯০ সাল থেকে পাংশায় হত্যা, অস্ত্র চাঁদাবাজিসহ নানা ধরনের অত্যাচার নির্যাতনের মাধ্যমে এলাকায় অমল তার নিজের নামে একটি ‘বাহিনী’ গড়ে তোলে। তার বিরুদ্ধে হত্যাসহ পাংশা থানায় বেশকিছু মামলা রয়েছে। গ্রেফতার অন্য দুজন হলো অমলের প্রধান সহযোগী পাংশার পিরালীপাড়ার নিতাই মণ্ডলের ছেলে সুদান মণ্ডল ও নিভা সরুপাড়া গ্রামের ইসলাম মণ্ডলের ছেলে আব্দুল ওহাব। পুুলিশ সুপার জিহাদুল কবির জানান, সামপ্রতি অমল ও তার সহযোগীদের অবস্থান সম্পর্কে নদীয়ার কৃষ্ণনগর থানা পুলিশকে অবহিত করা হয়। এই তথ্যের ভিত্তিতে বুধবার রাতে তাদের গ্রেফতার করে।

সর্বশেষ খবর