শুক্রবার, ১১ মার্চ, ২০১৬ ০০:০০ টা

চার মুক্তিযোদ্ধা হত্যা দিবস পালন

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে গতকাল পালিত হয়েছে চার মুক্তিযোদ্ধা হত্যা দিবস। দিবসটি উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পাটি (সিপিবি) গোপালগঞ্জ কমিটি ও নিহতদের পরিবার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। সকালে নিহতদের সমাধিতে সিপিবি, উদীচী ও পরিবারের পক্ষ থেকে প্রদান করা হয় শ্রদ্ধাঞ্জলি। পরে হত্যাকারীদের বিচার দাবিতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন তারা। এ সময় ডা. নিহার রঞ্জন বিশ্বাস, মো. আবু হোসেন, অ্যাড. আহম্মেদ নওশের আলি মিটু প্রমুখ বক্তব্য দেন।

উল্লেখ্য, ১৯৭৩ সালের ১০ মার্চ কোটালীপাড়া উপজেলার টুপুরিয়া ব্রিজের কাছে হেমায়েত উদ্দিনের নেতৃত্বে প্রকাশ্যে মুক্তিযোদ্ধা কমরেড অলিয়ার রহমান লেবু, কমলেশ বেদজ্ঞ, বিষ্ণুপদ ও মানিককে  কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। বিভিন্ন মেয়াদে মামলাটি ৪০ বছর স্থগিত ছিল। ২০১২ সালে গোপালগঞ্জ জেলা জজ আদালতে চালু হলেও পুনরায় আসামি পক্ষ মামলা খারিজের জন্য উচ্চ আদালতে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত স্থগিত আদেশ দেন।

সর্বশেষ খবর