শুক্রবার, ১১ মার্চ, ২০১৬ ০০:০০ টা

দুই পরিবারকে মামলা দিয়ে হয়রানি

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে মানব পাচার ও অপহরণের মামলা দিয়ে নিরীহ দুই পরিবারকে হয়রানির অভিযোগ পাওয়া গেছে।  পৈতৃক জমি দখল করতে স্থানীয় একটি মহল ষড়যন্ত্রে মেতে উঠেছেন। পুলিশি হয়রানি ও মামলা থেকে মুক্তি পেতে গতকাল জেলা শহরের একটি পত্রিকা কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগীরা।

সংবাদ সম্মেলনে মামলার আসামি কাজল জানান, গত ২৯ ফেব্রুয়ারি রাতে শাহিনুর বেগম তার দুই শিশুকন্যা সুবর্ণা ও স্বর্ণাকে দুষ্টুমির কারণে মারধর করেন। এতে অভিমান করে তারা বাসা থেকে শহরের মোল্লা বাড়িতে যায়। সেখান থেকে যায় মজুপুরে নানা বাড়িতে। এ ঘটনায় শাহিনুর দুই সন্তানসহ থানায় গিয়ে ৩ মার্চ অপহরণ ও পাচারের অভিযোগে মামলা করেন। এতে স্থানীয় ছালেহা, রাজন, কাজল, মরিয়ম ও মোহাম্মদ আলীকে আসামি করা হয়। বৃদ্ধা মরিয়ম ও তার ছেলে মোহাম্মদ আলীকে গ্রেফতার করে হাজতে পাঠানো হয়। পুলিশ ওই দুই শিশুকে উদ্ধার না করেও পরবর্তীতে উদ্ধার দেখায়। পুলিশি হয়রানি এড়াতে এখন তারা পালিয়ে বেড়াচ্ছেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানান, মামলাটি তদন্ত চলছে। কাউকে উদ্দেশ্যমূলক হয়রানি করা হবে না।

সর্বশেষ খবর