শুক্রবার, ১১ মার্চ, ২০১৬ ০০:০০ টা

বিদ্যালয়ের মাঠ দখলের প্রতিবাদ

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ দখল করে ‘ল’ কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রতিবাদে শিশুরা সড়ক অবরোধ করে। তারা দাবি জানায় সুষ্ঠুভাবে লেখাপড়া ও খেলাধুলার পরিবেশ নিশ্চিত করার। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অভিভাবকরা শহরের ভিক্টোরিয়া রোডে অবস্থান নিয়ে প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখেন। এ সময় পুরো শহরের যানবাহন চলাচল বন্ধ থাকে। টাঙ্গাইল টাউন প্রাথমিক বিদ্যালয়টি ১৯৩৯ সালে ৪১ শতাংশ জমির ওপর প্রতিষ্ঠা করা হয়। ১৯৯৯ সালে এক সভায় এই সম্পত্তি থেকে ১৪ শতাংশ মহিলা সমিতি ও ২৭ শতাংশ জমিতে বিদ্যালয় ও ‘ল’ কলেজ স্ব স্ব অবস্থানে থাকার সিদ্ধান্ত হয়। তৎকালীন সংসদ সদস্য আব্দুল মান্নান প্রস্তাবে ‘ল’ কলেজটি একটি যোগ্য স্থানে স্থানান্তরের কথাও বলেন। অদ্যাবধি কলেজটি স্থানান্তর করা হয়নি।

সর্বশেষ খবর