শুক্রবার, ১১ মার্চ, ২০১৬ ০০:০০ টা

নাটোর ও সরাইলে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ব্রাহ্মণবাড়িয় ও নাটোর প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বৃহস্পতিবার সরকারি জায়গায় নির্মিত অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। উপজেলার শাহজাদাপুর গ্রামে নির্বাহী ম্যাজিস্ট্রেট আইরিন আক্তার এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন। সরাইল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাইনুল আবেদীন বলেন, দখলদাররা সরকারি নির্দেশ অমান্য করেছে। আবার দখল করলে তাদের বিরুদ্ধে মামলা হবে। এদিকে নাটোর শহরতলির তেবাড়িয়া হাটে অর্ধ-শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে সদর থানা পুলিশ এ অভিযান চালায়।  ইউএনও জানান, বেশ কিছু দিন ধরে অর্ধশতাধিক ব্যবসায়ী অবৈধভাবে স্থাপনা গড়ে ব্যবসা করে আসছিল। একাধিকবার ওই স্থাপনা সরাতে মালিকদের নোটিস করা হয়েছিল। উচ্ছেদ না করায় গতকাল অভিযান চালিয়ে স্থাপনাগুলো ভেঙে দেওয়া হয়।

সর্বশেষ খবর