শুক্রবার, ১১ মার্চ, ২০১৬ ০০:০০ টা

গাজীপুরে পুষ্টি শিখন মতবিনিময় কর্মশালা

গাজীপুর প্রতিনিধি

পলিসি এন্ড প্রোগ্রাম ডেভেলপমেন্ট ফর এক্সেলারেটিং প্রো-পুওর আরবানাইজেশনের উদ্যোগে নগর অংশীদারিত্বের মাধ্যমে দারিদ্রত হ্রাসকরণ প্রকল্পের পুষ্টি শিখন মতবিনিময় কর্মশালা বৃহস্পতিবার সকালে গাজীপুর সিটি করপোরেশন সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কেএম রাহাতুল ইসলাম প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। ইউএনডিপি ও গাজীপুর সিটি করপোরেশন আয়োজিত এ কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের সচিব মো. আসলাম হোসেন, গাজীপুর সিভিল সার্জন ডা. মো. আলী হায়দার খান, নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. আশুতোষ দাস, ইউএনডিপির কনসালটেন্ট মমতাজ শিরিন ও ডা. ফারজানা ইশরাত, পরিবার পরিকল্পনা বিভাগের গাজীপুরের উপ-পরিচালক লাজু শামসাদ হক, পরিবার পরিকল্পনা বিভাগের নারায়ণগঞ্জের উপ-পরিচালক মো. বশির উদ্দিন, গাজীপুর সিটি করপোরেশনের প্যানেল মেয়র হাসান আজমল ভূঁইয়া প্রমুখ। কর্মশালায় গাজীপুর সিটি করপোরেশন ও নারায়নগঞ্জ সিটি করপোরেশনের পুষ্টি কার্যক্রম উপস্থাপন করেন নিউট্রেশন কনসালটেন্ট মো. রফিকুল ইসলাম ও মো. ফেরদাউস আহমেদ। কর্মশালায় সিটি করপোরেশনের কর্মকর্তা, চিকিৎসক, সাংবাদিক, এনজিও কর্মী, ইউপিপিআর কর্মী, টাউন ফেডারেশন, ক্লাস্টার ও সিডিসি সদস্যরা অংশ নেন।

সর্বশেষ খবর