টাঙ্গাইলের মধুপুরে মুক্তিযোদ্ধার বসতবাড়ির জমি দখল করে স্থানীয় প্রশাসন একটি বাড়ি একটি খামার ঘর তৈরি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। জেলা প্রেসক্লাবে গতকাল সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান এ অভিযোগ করেন।
মধুপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাবিবুর রহমান তার জমির সব কাগজপত্র দেখিয়ে লিখিত বক্তব্যে জানান, আমার ক্রয়কৃত সাড়ে ৪৪ শতাংশ জমি থেকে জোরপূর্বক সাড়ে ১৪ শতাংশ ভূমির রেকর্ড সরকার পক্ষ কেটে নেয়। এর পরও আমার ৩০ শতাংশ ভুমি বর্তমানে হাল জরিপে রেকর্ড পাই। যার খতিয়ান নং/ডিপি নং ১২৪৮, সাবেক দাগ নং ৭৬, হাল দাগ নং ২২৯। সরকারের মোট জমি ৩৮১ শতাংশ আরওআর থাকলেও তারা ৫৪২ শতাংশ এবং আমার পুরো জমিও দখল করে নিয়েছে। ওই ভূমিতে একটি বাড়ি একটি খামার ঘর উত্তোলন করছেন। ওই জমির ওপর আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা জারি হলেও মানা হচ্ছে না। এ সময় হাবিবুর রহমান তার শেষ সম্বল বসতবাড়ি রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।