রবিবার, ১৩ মার্চ, ২০১৬ ০০:০০ টা

পুলিশ-জনতা সংঘর্ষ আগুন ভাঙচুর গুলি

ট্রাকচাপায় স্কুলছাত্র নিহতের জের

প্রতিদিন ডেস্ক

পুলিশ-জনতা সংঘর্ষ আগুন ভাঙচুর গুলি

বিক্ষুব্ধ জনতার ট্রাকে আগুন। ইনসেটে নিহত স্কুলছাত্র

নওগাঁয় ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত হয়েছে। প্রতিবাদে দুটি ট্রাকে আগুন ও ভাঙচুর চালায় স্থানীয়রা। এ সময় পুলিশ-জনতা সংঘর্ষের ঘটনা ঘটে। এছাড়া ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আরও ছয়জন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর—

নওগাঁ : ধামইরহাট-জয়পুরহাট মহাসড়কের চকময়রাম এলাকায় গতকাল সকাল ৯টার দিকে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইয়াসির আরাফাত স্বাধীন (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। স্বাধীন উপজেলার চকময়রাম উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ও ধামইরহাট ফার্সিপাড়া গ্রামের ইয়াসিন আলীর ছেলে। এ ঘটনার প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষার্থী ও নিহতের স্বজনরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ এবং ঘাতক ট্রাকসহ দুটি ট্রাকে আগুন ধরিয়ে দিয়ে ব্যাপক ভাঙচুর চালিয়েছে। পরিস্থিত নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে। এ সময় পুলিশ-জনতা সংঘর্ষে দুই পুলিশসহ ১৪ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় আট ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। গাজীপুর : পুলিশের মাইক্রোবাস ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে এক এএসআই নিহত ও দুই কনস্টেবলসহ মাইক্রোবাসের চালক আহত হন। গতকালের এ দুর্ঘটনায় নিহত এএসআইর নাম হারুন অর রশীদ। তিনি জয়দেবপুরের হোতাপাড়া পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। বাড়ি ময়মনসিংহের ত্রিশালে। রাজশাহী : রাজশাহীতে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে রাজন (২২) নামে এক যুবকের প্রাণহানি ঘটেছে। পবা উপজেলার নওহাটা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গতকাল দুর্ঘটনাটি ঘটে। রাজনের বাড়ি দুর্গাপুর উপজেলার মোহনগঞ্জে। কুমিল্লা : সদর দক্ষিণ উপজেলায় গতকাল পিকাপ ভ্যান থেকে রাস্তায় পড়ে জসিম উদ্দিন (৪৫) নামে এক সবজি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি চৌদ্দগ্রাম উপজেলার সোনাপুর গ্রামের সামছুজ্জামানের ছেলে। চুয়াডাঙ্গা : জীবননগর উপজেলার উথলী মোল্লাবাড়িতে মাইক্রোবাস-আলমসাধুর সংঘর্ষে গৃহবধূ রোকেয়া খাতুন (২৫) নিহত ও আহত হয়েছেন সাতজন। শুক্রবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। রোকেয়া জীবননগরের খয়েরহুদা গ্রামের ইয়াদুল আলীর স্ত্রী। লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর-রামগতি সড়কে গতকাল সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনার সংঘর্ষে শাহরিয়ার (৭) নামে এক শিশু নিহত হয়েছেন। আহত হয়েছেন নারীসহ আরো ১০ জন। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শরীয়তপুর : ডামুড্যা উপজেলার কেহুর ভাঙ্গা এলাকায় গতকাল মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে জামাল (২২) নামে এক যুবকের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন আরও দুজন। এদের একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা পাঠানো হয়েছে। বরিশালে কলেজছাত্র : বরিশাল নগরীর রূপাতলী এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় বেসরকারি পলিটেকনিকের ছাত্র জুয়েল (২০) নিহত হয়েছে। গতকাল দুপুরে এই দুর্ঘটনা ঘটে। নিহত জুয়েল নলছিটির কয়ারচর এলাকার সুলতান আহমদের ছেলে এবং আইডিয়াল পলিটেকনিটের ছাত্র ছিলো।

সর্বশেষ খবর