শিরোনাম
রবিবার, ১৩ মার্চ, ২০১৬ ০০:০০ টা

বরকলে ধৃত ভুয়া সেনা অফিসার, ৩ ভিক্ষুসহ ১৬ জন জেলহাজতে

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি পার্বত্য জেলার ভারতের মিজোরাম সীমান্তবর্তী উপজেলা বরকলে ধৃত ভুয়া সেনা কর্মকর্তা বিভাষ দেওয়ানসহ আটক ১২ জন এবং জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যানুযায়ী চট্টগ্রাম থেকে আটক আরও ৪ জন— এই মোট ১৬ জনকে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়েছে। গতকাল বিকালে তাদের রাঙামাটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পুলিশ তাদের রিমান্ডে দেওয়ার আবেদন জানায়। রিমান্ড আবেদন নামঞ্জুর করে আজ (রবিবার) শুনানির জন্য আসামিদের আদালতে হাজির করার আদেশ দেন আদালত। বৃহস্পতিবার তিনজন বৌদ্ধ ভিক্ষুসহ ১২ ব্যক্তি বরকলের শীর্ষ পাহাড় এসএস টিলায় (ফালিতাঙ্যা মোন) ভ্রমণে যান। ওই সময় বিভাষ দেওয়ান নিজেকে সেনাবাহিনীর লেফটেন্যান্ট পরিচয় দেন। কিন্তু তার অসংলগ্ন কথাবার্তায় সন্দেহ হলে রাঙামাটি ফেরার পথে ওই ১২ জনকে আটক করেন বরকল জোনের বিজিবি সদস্যরা। শুক্রবার তাদের বরকল থানা পুলিশে দেওয়া হয়। আটককৃতরা হলেন— বিভাষ দেওয়ান, সুনীতি বিকাশ চাকমা, জেকসন খীসা, মুক্তবীর চাকমা, রিটেন চাকমা, ছন্দসেন চাকমা, রোহিত চাকমা, রিপেন চাকমা, রিগেন চাকমা, বৌদ্ধ ভিক্ষু বুদ্ধজ্যোতি শ্রামণ, গিরিমানন্দ স্থবির ও শান্তিপ্রিয় ভিক্ষু।

সর্বশেষ খবর